ডিজিএফআই কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বাদী হয়ে বুধবার মামলাটি দায়ের করেছেন।
Published : 26 Nov 2022, 05:00 PM
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তমব্রু সীমান্তে মাদকবিরোধী অভিযান চলাকালে হামলায় সামরিক গোয়েন্দা সংস্থার (ডিজিএফআই) কর্মকর্তা নিহতের ঘটনায় মামলা হয়েছে।
ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. সোহাগ রানা জানান, ডিজিএফআই কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বাদী হয়ে গত বুধবার ৩১ জনের নাম উল্লেখসহ ৬৫ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন।
মামলায় আরকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহ জুনুনিকে প্রধান আসামি করা হয়েছে।
প্রধান আসামিসহ সব আসামি মিয়ানমারের নাগরিক এবং তারা অধিকাংশই উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করেন বলে জানান পরিদর্শক সোহাগ রানা।
গত ১৪ নভেম্বর সন্ধ্যায় নাইক্ষ্যংছড়ি উপজেলার তমব্রু সীমান্তের কোনারপাড়ায় মাদক বিরোধী অভিযানকালে ‘চোরা কারবারিদের’ হামলায় সামরিক বাহিনীর এক কর্মকর্তা ও শূন্যরেখার ক্যাম্পের এক রোহিঙ্গা নারী নিহত এবং র্যাবের এক সদস্য আহত হন।
ওইদিন রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছিল।
পরিদর্শক সোহাগ রানা বলেন, মামলার প্রধান আসামি করা হয়েছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরসার প্রধান আতাউল্লাহ জুনুনিকে। অন্য আসামিরাও মিয়ানমারের নাগরিক এবং তারা অধিকাংশই কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করেন।
পরিদর্শক সোহাগ জানান, মামলাটি নথিভুক্ত হওয়ার পর থেকে পুলিশ তদন্তকাজ অব্যাহত রেখেছে। আসামিদের শনাক্ত ও অবস্থান নিশ্চিত হওয়ার পর গ্রেপ্তারে অভিযান চালানো হবে।
কোনো আসামি এখনও গ্রেপ্তার হয়নি বলে জানান সোহাগ রানা।
আরও পড়ুন:
শূন্যরেখায় গোলাগুলি 'রোহিঙ্গা মাদক কারবারিদের’ সঙ্গে: স্বরাষ্ট্রমন্ত্রী
তমব্রু সীমান্তে ‘মাদক চোরাচালানির’ সঙ্গে সংঘর্ষ, সামরিক কর্মকর্তা নিহত