বুধবার সন্ধ্যায় বাসা থেকে ইজিবাইক নিয়ে বের হয়ে নিখোঁজ হন তিনি।
Published : 13 Mar 2025, 03:46 PM
ময়মনসিংহ সদর এলাকায় চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সদর উপজেলার উত্তর দাপুনিয়া এলাকায় সড়কের পাশের ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে কোতোয়ালি মডেল থানার ওসি শফিকুল ইসলাম খান জানান।
নিহত টুটুল আহমেদ (২৪) ভাটি দাপুনিয়া গ্রামের মৃত আয়ুব আলীর ছেলে। স্বজনরা জানান, বুধবার ইফতারের পর টুটুল তার ইজিবাইক নিয়ে ঘর থেকে বের হয়ে আর ফেরেননি।
টুটুলের মা ফাতেমা বেগম বলেন, “বৃহস্পতিবার সকালে বাদেকল্লার ফিসারিতে চাষ করা ধান ক্ষেতের পানিতে একটি লাশ ভাসতে দেখেন লোকজন। পরে আমরা গিয়ে লাশ শনাক্ত করি।”
ওসি শফিকুল ইসলাম খান বলেন, “ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইয়ের জন্য টুটুলকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”