ওসি বলেন, “সেখানে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রাত ৮টার দিকে শান্তিপূর্ণ পরিবেশে ওরশ ও মেলা চলছিল।”
Published : 14 Jan 2025, 10:07 PM
গাজীপুর সদর উপজেলায় একটি মাজারে ওরশ শরিফ উদযাপন নিয়ে স্থানীয় কিছু মানুষের আপত্তির কারণে এলাকায় উত্তেজনা দেখা দেয়; এ কারণে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
জয়দেবপুর থানার ওসি আব্দুল হালিম বলেন, “মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ভাওয়াল মির্জাপুর ইউনিয়নের পশ্চিম ডগরী এলাকায় জয়নাল ফকির বাড়িতে এই ওরশের আয়োজন করা হয়েছে। ওরশকে কেন্দ্র করে আশেপাশে নানা পণ্যের মেলাও রসেছে।”
এ অবস্থায় ওরশ বন্ধের জন্য জয়দেবপুর থানায় লিখিত আবেদন দিয়েছেন স্থানীয় কিছু মানুষ। পরে তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে কিছু শর্ত দিয়ে ওরশ উদযাপনের অনুমতি দেওয়া হয়েছে।
ওসি বলেন, “সেখানে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রাত ৮টার দিকে শান্তিপূর্ণ পরিবেশে ওরশ ও মেলা চলছিল।”
স্থানীয়দের সঙ্গে কথা বললে তারা জানান, প্রায় ছয় দশক ধরে জয়নাল চিশতির বাড়িতে ওরশ ও মেলা হয়ে আসছে। এবারও আয়োজন করা হয়েছে। পরে স্থানীয় কিছু মানুষ মেলা বন্ধের জন্য থানায় লিখিত অভিযোগ দেয়।
অপরদিকে ওরশ ও মেলার ব্যাপারে অনড় ছিলেন আয়োজক কর্তৃপক্ষ। পরে ছয়টি শর্ত দিয়ে পুলিশ তাদের অনুমতি দিয়েছে। এসব শর্তের মধ্যে রয়েছে- রাত ১২টার পর ওরশ বন্ধ রাখতে হবে, কোরআন হাদিসের ভুল ব্যাখা দেওয়া যাবে না, সাউন্ড বক্স ব্যবহার যাবে না, মেলা ঘিরে কোনো দোকানপাট বসানো যাবে না, অসামাজিক কিছু করা যাবে না এবং সেজদা করা যাবে না।
স্থানীয় বাসিন্দা মোশাররফ হোসেন বলছিলেন, ওরশ ও মেলায় নানা ধরনের অসামাজিক কাজকর্ম হয়। মাদকের ছড়াছড়ি থাকে। উচ্চস্বরে মাইক ব্যবহার করার মাধ্যমে জনগণকে কষ্ট দেওয়া হয়। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা সৃষ্টি হয়েছে। তাই তারা এটা বন্ধের জন্য থানায় আবেদন করেছেন।
মেলার আয়োজক জয়নাল ফকির সাংবাদিকদের বলেন, “আমি ৬২ বছর ধরে এই মেলা করে আসছি। আমার বাবাও এই মেলা পরিচালনা করেছেন। এখানে গুরু ও ভক্তের মিলনমেলা ছাড়া কোনো অসামাজিক কাজ আমরা করি না।
“বিভিন্ন এলাকা থেকে ভক্তরা এ অনুষ্ঠানে আসেন, তারা নানা উপকরণ দেয়। সেখানে তাদের জন্য খাবারও আয়োজন করা হয়। অতীতে কোনো বাধা আসেনি। এখন কেন আসছে আমার জানা নেই।”
মেলায় কে বাধা দিচ্ছে এমন প্রশ্নের জবাবে জয়নাল ফকির বলেন, “আমাদের এলাকায় জামায়াতের পরিচয় দিয়ে কিছু লোক ওরশ ও মেলা আয়োজনের বিরোধিতা করছে।”
এ ব্যাপারে জানতে চাইলে গাজীপুর সদর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মুহাম্মদ আব্দুল বারী বলেন, “জামায়াতে ইসলামী কোথাও কোনো ওরশ মোবারক বন্ধ বা বাধা দেওয়ার সঙ্গে সম্পৃক্ত না। যারা আমাদের বিরুদ্ধে এমন কথা বলছে তারা জামায়াতের নাম ব্যবহার করে অপপ্রচার করছেন। গাজীপুরের কোথাও ওরশ বন্ধে সাংগঠনিক কোনো নির্দেশনা দেওয়া হয়নি।”