সাতক্ষীরা জেলা পানি সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা কমিটির সভা থেকে এ আহ্বান জানানো হয়।
Published : 22 Oct 2024, 08:28 PM
জাতীয় নদী রক্ষা কমিশনের তালিকায় সাতক্ষীরায় নদীর সংখ্যা প্রকাশ করা হয়েছে ১৫টি। অপরদিকে সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস-সিইজিআইএস এর তালিকায় ২৪ নদীর নাম সংরক্ষণ করা হয়েছে।
এর বাইরে নতুন কোনো নদীর নাম জানা থাকলে সাতক্ষীরা জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডকে (পাউবো) অবগত করার আহ্বান জানানো হয়েছে।
সাতক্ষীরা জেলা পানি সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা কমিটির সভা থেকে এ আহ্বান জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈন।
সভায় মূল নিবন্ধে নদ-নদীর চিত্র তুলে ধরে আলোচনা করেন পাউবো সাতক্ষীরা-১ এর নির্বাহী প্রকৌশলী মো. সালাহউদ্দিন।
আলোচনা করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা উপ-পরিচালক সাইফুল ইসলাম, প্রাণসায়ের ও পরিবেশ রক্ষা কমিটির সদস্যসচিব সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন, পাউবো সাতক্ষীরা-২ এর নির্বাহী প্রকৌশলী মনিরুল ইসলাম, সাতক্ষীরা সদর ইউএনও শোয়াইব আহমাদ, সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম।
সভায় বলা হয়েছে, সিইজিআইএস তালিকায় প্রথম নদীর নাম ইছামতি-কালিন্দীর নাম যুক্ত করা হয়েছে। কিন্তু দুইটি নদী আলাদা; তাই আলাদা আলাদাভাবেই তাদের নাম থাকা উচিত।
প্রাণসায়েরকে নদী-খাল হিসেবে বলা হলেও এটি নদী। সেই প্রস্তাবনা আমলে নেওয়া হয়। তবে এর জন্য প্রয়োজনীয় তথ্যাদি দেওয়ার আহ্বান জানানো হয়।