পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নৌযান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ।
Published : 14 Sep 2024, 09:21 PM
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে ভোলা-বরিশাল-লক্ষ্মীপুরসহ স্থানীয় সব নৌপথে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। সেইসঙ্গে লক্ষ্মীপুর-ভোলা রুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
শনিবার বিকাল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব পথে নৌযান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএর ভোলার সহকারী পরিচালক মো. শহিদুল ইসলাম।
তিনি বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে বৈরী আবহাওয়ার কারেনে ভোলা-বরিশাল-লক্ষ্মীপুরসহ সব নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে।
এ ছাড়া চরফ্যাশনের বেতুয়া থেকে ঢাকা রুটের লঞ্চ চলাচলও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে; তবে ভোলা-ঢাকা রুটে লঞ্চ চলাচল করবে বলে জানান তিনি।
উপকূলীয় এলাকায় নৌযান চলাচল বন্ধের নির্দেশ
বৈরি আবহাওয়া: বরিশালের অভ্যন্তরীণ রুটে লঞ্চ বন্ধ
এদিকে শনিবার বিকাল থেকে লক্ষ্মীপুর-ভোলা রুটে ফেরি চলাচল বন্ধের ঘোষণা দিয়েছেন লক্ষ্মীপুরের মজুচৌধুরীর হাট লঞ্চঘাটের ট্রাফিক সুপারভাইজার শরীফুল ইসলাম এবং ফেরিঘাটের সহ-ব্যবস্থাপক (বাণিজ্য) জাহেদুল হক।
আবহাওয়ার উন্নতি হলে ফেরি চলাচল শুরু হবে বলে জানান তারা। এ পথে কুসুমকলি, কাবেরী, কলমিলতা, কিষানি ও কনকচাঁপা নামে ফেরি চলাচল করে।
সাগরে নিম্নচাপের প্রভাবে শুক্রবার দুপুর থেকে ভোলায় বৃষ্টি অব্যাহত রয়েছে। শহরের বেশিরভাগ দোকানপাট বন্ধ ছিল। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়ারা।