দলের ‘বড় বড় নেতারা’ তাকে মামলা করতে বাধ্য করেছেন বলে দাবি বাদীর।
Published : 24 Feb 2025, 12:32 AM
বরিশালের উজিরপুর উপজেলায় পাঁচদিন আগে একটি বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় হাত ও পেট্রোল বোমা উদ্ধারের ঘটনায় করা মামলায় এক সাংবাদিককেও আসামি করা হয়েছে।
শনিবার রাতে উজিরপুর মডেল থানায় উপজেলার বামরাইল ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সবুজ হাওলাদার বাদী হয়ে ওই মামলা করেন।
গত ১৮ ফেব্রুয়ারি দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের পশ্চিম পাশে ধামসর গ্রামের একটি বাগান থেকে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা তিনটি হাত বোমা ও দুইটি পেট্রোল বোমা উদ্ধার করে।
এ ঘটনায় করা মামলার বাদী সবুজ হাওলাদার বলেন, তিনি দলের ছোট নেতা। বিএনপির বড় বড় নেতারা বাদী হতে তাকে বাধ্য করেছেন।
মামলায় নামধারী ৭৫ ও অজ্ঞাতনামা আরো ৬০ জনকে আসামি করা হয়েছে বলে উজিরপুর মডেল থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) তৌহিদুল করিম জানান।
১৮ নম্বর আসামি করা হয়েছে উজিরপুর উপজেলার সাংবাদিক শাকিল মাহমুদ বাচ্চুকে।
বাচ্চু উজিরপুর থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা উজিরপুর দর্পনের সম্পাদক, সাপ্তাহিক জনতার কাগজ পত্রিকার প্রকাশক এবং একটি জাতীয় ও আঞ্চলিক দৈনিকের প্রতিনিধি হিসেবে কাজ করেন।
তিনি বলেন, “দুই যুগ ধরে সাংবাদিকতা পেশার সাথে জড়িত। কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত নই। আমাকে হয়রানি করতে মামলায় আসামি করা হয়েছে।”
থানার পরিদর্শক (তদন্ত) তৌহিদুল করিম বলেন, “গত রাতে একটি অভিযোগ দিয়েছে। মামলায় যে বাদী হয়েছেন, সে বিষয়টি ভালো বলতে পারবেন।”
মামলার এজাহারে আসামিদের বিরুদ্ধে বেআইনীভাবে পথরোধ করে অগ্নিসংযোগ, হাত বোমার বিস্ফোরণ ঘটিয়ে জীবন বিপন্ন, সম্পত্তির ক্ষতিসাধনের সম্ভাবনাসহ সহায়তার অভিযোগ আনা হয়েছে।
মামলায় ৫২ নম্বর আসামি করা হয়েছে জাফরুল নাদিম নামে ছাত্রদলের এক সাবেক নেতাকে।
এছাড়া আসামি হিসেবে আছেন, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য মো. হাবিবুর রহমানের ছেলে মিলন ফকির ৪৩ নম্বর, দিনমজুর ও বিএনপি কর্মী সেলিম খান, পান ব্যবসায়ী আনোয়ার মল্লিক ও ইউপি সদস্য হানিফ হাওলাদার।