জেলা স্বেচ্ছাসেবক পরিবারের উদ্যোগে রোববার দুপুরে শহরের জহিরিয়া মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়।
Published : 06 Apr 2025, 05:54 PM
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর হত্যার প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।
জেলা স্বেচ্ছাসেবক পরিবারের উদ্যোগে রোববার দুপুরে শহরের জহিরিয়া মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি খাজুর চত্বর, দোয়েল চত্বরসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারের সামনে এসে প্রতিবাদ সভায় মিলিত হয়।
ওসমান গনী রাসেলের সঞ্চালনায় এতে বক্তব্য দেন কবি ও সংগঠক স্বাধীন মুরশিদ, ইসলামী সংগঠক আজিজ উল্যাহ আহমদী, স্বেচ্ছাসেবী ওমর বিন কাসেম সিফাত, খন্দকার সুমন, নুরনবী হাসান।
বক্তারা ইসরায়েলের ভয়াবহ হত্যাযজ্ঞের তীব্র প্রতিবাদ জানান এবং এর বিচার দাবি করেন।
তারা বলেন, ইসরায়েলের হামলার কারণে আজ গোটা গাজা কবরস্থানে পরিণত হয়েছে। লাখ লাখ নিরীহ নারী-পুরুষ-শিশুকে হত্যা করা হয়েছে। তারা গৃহহীন হয়ে খোলা আকাশের নিচে অবস্থান করছেন।
কর্মসূচিতে স্বেচ্ছাসেবী পরিবারের সদস্য নিশাদ আদনান, মুন্না, রাশেদ, পিয়াস, জাহাঙ্গীরসহ বিভিন্ন সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।