তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ফিলিস্তিনের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
Published : 07 Apr 2025, 08:12 PM
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার প্রতিবাদে নওগাঁর রাণীনগর উপজেলায় বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার গাজাবাসীদের প্রতি সংহতি জানিয়ে স্থানীয়রা ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচিতে অংশ নেয়।
উপজেলার শের-এ বাংলা মহাবিদ্যালয়ের মাঠ থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা গোলচত্বরে এসে শেষ হয়। এ সময় বিক্ষোভকারীরা ইসরায়েলের বর্বরতা বিরোধী স্লোগান দেয় এবং প্ল্যাকার্ড প্রদর্শন করে।
এরপর গোলচত্বরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা ফিলিস্তিনিদের ওপর আগ্রাসন বন্ধের দাবি জানান। তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ফিলিস্তিনের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
প্রতিবেদকের বয়স: ১৭। জেলা: নওগাঁ।