নোয়াখালী থেকে রাজধানী ঢাকায় ফেরার পথে লাকসামে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এই বিএনপি নেতা।
Published : 07 Apr 2025, 01:07 AM
বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু হঠাৎ অসুস্থ হয়ে কুমিল্লার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার রাত ৯টার দিকে তাকে নগরীর ঝাউতলা এলাকার মুন হাসপাতালে ভর্তি করা হয়। তাকে সিসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু বলেন, মুন হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। ঢাকায় চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করে চিকিৎসা দেওয়া হয়েছে। তার শারীরিক অবস্থা এখন কিছুটা ভালোর দিকে।
এদিন রাত ৮টার দিকে নোয়াখালী থেকে রাজধানী ঢাকায় ফেরার পথে কুমিল্লা লাকসামে আসার পর বিএনপি নেতা বুলু অসুস্থ হয়ে পড়েন। নোয়াখালীতে নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে তিনি ফিরছিলেন।
তার অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে দেখতে যান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমিন উর রশিদ ইয়াছিন, কুমিল্লা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবুসহ অন্য নেতারা।