এই আদেশ ১৯ নভেম্বর ২০২৪ থেকে কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
Published : 03 Dec 2024, 01:12 PM
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবু সাঈদ হত্যা মামলায় গ্রেপ্তার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলামকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. হারুন অর রশিদ স্বাক্ষরিত রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শরিফুল ইসলামকে চাকরি থেকে সাময়িক বরখাস্তের বিজ্ঞপ্তিটি মঙ্গলবার গণমাধ্যমের হাতে আসে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী শহীদ আবু সাঈদ হত্যা মামলায় গ্রেপ্তার হওয়ায় সরকারি চাকরি আইন ২০১৮ এর ২৯ (০২) মোতাবেক মো. শরিফুল ইসলামকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এই আদেশ ১৯ নভেম্বর ২০২৪ থেকে কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এর আগে গত ১৮ নভেম্বর রাতে পিবিআই পুলিশ শরিফুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে নিয়ে যান এবং জিজ্ঞাসাবাদ শেষে তাকে গ্রেপ্তার দেখানো হয়। তার বিরুদ্ধে ঘটনাস্থলে উপস্থিত থেকে পুলিশকে গুলি করতে নির্দেশনা দেওয়ার অভিযোগ রয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে কোটা সংস্কারের দাবিতে ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে মিছিলে গুলিতে নিহত হন শিক্ষার্থী আবু সাঈদ।
নিহত আবু সাঈদ পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে। তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ও আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন।
পরে ১৮ অগাস্ট আবু সাঈদের বড় ভাই রমজান আলী বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখ করে মামলা করেন। মামলায় অজ্ঞাতপরিচয় আরও ১৩০ থেকে ১৩৫ জনকে আসামি করা হয়েছে।
মামলাটির তদন্ত করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মামলায় মহানগর পুলিশের এএসআই আমীর আলী ও কনস্টেবল সুজন চন্দ্র রায়সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন:
আবু সাঈদ হত্যা: রোকেয়ার সাবেক উপাচার্য-প্রক্টরকেও আসামি চান বাদী
আবু সাঈদ হত্যা: সাবেক ডিআইজিসহ ১৪ আসামির দেশত্যাগে নিষেধাজ্ঞা
আবু সাঈদের মৃত্যু গুলিতেই, বলছেন ময়নাতদন্তকারী চিকিৎসক
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্য ৪ দিনের রিমান্ডে