কোটা সংস্কার আন্দোলনের সময় ১৬ জুলাই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে গুলিতে নিহত হন আবু সাঈদ।
Published : 30 Oct 2024, 06:33 PM
রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবু সাঈদ হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য-প্রক্টরসহ সাতজনকে আসামি করতে আবেদন করা হয়েছে।
বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার বিকালে রংপুর মহানগর হাকিম তাজহাট আমলি আদালতের বিচারক মো. আসাদুজ্জামান বিষয়টি খতিয়ে দেখতে মামলার তদন্তকারী সংস্থাকে নির্দেশ দিয়েছেন।
বুধবার বাদীপক্ষের আইনজীবী রোকনুজ্জামান রোকন বলেন, “আদালত মামলাটি গ্রহণ করে ঘটনায় ওই সাতজনের সম্পৃক্ততা এবং এজাহারকারীর দাখিল করা আলামত খতিয়ে দেখতে তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছে।”
যে সাতজনকে আসামি করতে আবেদন করা হয়েছে তারা হলেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক হাসিবুর রশিদ, সাবেক প্রক্টর ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শরিফুল ইসলাম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা শাখা) শাহ নূর আলম পাটোয়ারী, বিশ্ববিদ্যালয়ের চুক্তিভিত্তিক ও অস্থায়ী চতুর্থ শ্রেণির কর্মচারী নূরুন্নবী, সুরতহাল প্রস্তুতকারী কর্মকর্তা এসআই তরিকুল ইসলাম এবং সুরতহাল প্রতিবেদনে স্বাক্ষরকারী নির্বাহী হাকিম আহমেদ সাদাত।
আইনজীবী রোকনুজ্জামান রোকন বলেন, ১৪ অক্টোবর আবু সাঈদের ভাই বাদী রমজান আলী হত্যা মামলায় নতুন করে সাতজনকে অন্তর্ভুক্ত করার জন্য আদালতে আবেদন করেন। পরে আদালতে দাখিল করা ছবি, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ জব্দ ও গ্রহণের আদেশ দেন বিচারক।
১৮ অগাস্ট আবু সাঈদের বড় ভাই রমজান আলী বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখ করে মামলা করেন। মামলায় অজ্ঞাতপরিচয় আরও ১৩০ থেকে ১৩৫ জনকে আসামি করা হয়েছে। মামলাটির তদন্ত করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মামলায় এ পর্যন্ত দুই পুলিশ কর্মকর্তাসহ ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআইয়ের পুলিশ সুপার জাকির হোসেন বলেন, “আমি এখনো নতুন করে কোনো আসামি সংযুক্তির কাগজ পাইনি। তবে শুনেছি আদালতে আইনজীবী আবেদন করেছেন।”
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে কোটা সংস্কারের দাবিতে ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে মিছিলে গুলিতে নিহত হন আবু সাঈদ।
নিহত আবু সাঈদ পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে। তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ও আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন।
আরও পড়ুন:
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্য ৪ দিনের রিমান্ডে
আবু সাঈদ হত্যা: সাবেক ডিআইজিসহ ১৪ আসামির দেশত্যাগে নিষেধাজ্ঞা
আবু সাঈদের মৃত্যু গুলিতেই, বলছেন ময়নাতদন্তকারী চিকিৎসক