সাজু গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সদস্য ছিলেন।
Published : 01 May 2024, 11:51 PM
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় মে দিবসের অনুষ্ঠানে তীব্র গরমে অসুস্থ হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার দুপুর দেড়টার দিকে উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠান চলাকালে এ ঘটনা ঘটে বলে জানান বেতকাপা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তা।
মৃত সাজু মিয়া (৫৫) উপজেলার বেতকাপা ইউনিয়নের ছোট বোনের পাড়া গ্রামের প্রয়াত মোজাম্মেল হকের ছেলে। তিনি বাস চালকের সহকারী এবং গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সদস্য ছিলেন।
সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক সুরুজ হক লিটন বলেন, মে দিবস উপলক্ষে সকাল ১০টায় সাজু সংগঠনের শোভাযাত্রায় অংশ নেন। পরে উপজেলা পরিষদ টাউন হলে আলোচনা সভায় যোগ দেন তিনি।
এ সময় অসুস্থতা বোধ করলে তিনি উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে চলে যান। সেখানে তিনি মাটিতে পড়ে যান। হাসপাতালে নেওয়ার আগেই সাজুর মৃত্যু হয়।
হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক সাজুকে মৃত ঘোষণা করলে বিকালে মরদেহ বাড়িতে নেওয়া হয় বলে জানান ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তা।