খুলনায় তরুণীর ‘মস্তক বিচ্ছিন্ন’ মরদেহ উদ্ধার, দম্পতি পলাতক

কর্মস্থলে না যাওয়ায় এবং ব্যবহৃত ফোন নম্বর বন্ধ পেয়ে সহকর্মীরা আবু বক্করের খুঁজে বাসায় যান।

খুলনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Nov 2022, 01:57 PM
Updated : 6 Nov 2022, 01:57 PM

খুলনা নগরীর সোনাডাঙ্গা এলাকা থেকে বাক্সবন্দী অবস্থায় অজ্ঞাতপরিচয় এক তরুণীর মস্তক বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে ওই বাসায় ভাড়া থাকা দম্পতি পলাতক।

রোববার সকালে সোনাডাঙ্গার কেডিএ অ্যাভিনিউ’র একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে সংশ্লিষ্ট থানার ওসি মমতাজুল হক জানান।

শনিবার রাতের কোনো এক সময় ওই তরুণীকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে মনে করছেন ওসি মমতাজ।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, ওই এলাকায় স্ত্রীকে (২৭) নিয়ে ভাড়া বাসায় থেকে একটি পরিবহন কোম্পানিতে চাকরি করতেন আবু বক্কর।

“রোববার সকালে কর্মস্থলে না যাওয়ায় এবং ব্যবহৃত ফোন নম্বর বন্ধ পেয়ে সহকর্মীরা তার খুঁজে বাসায় যান। তারা জানালা দিয়ে বিছানায় একটি বাক্স ও আশপাশে রক্ত দেখে পুলিশে খবর দেন। কিন্তু আবু বক্কর সেখানে ছিলেন না।”

ওসি আরও জানান, পুলিশ গিয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় বাক্সে রাখা বিচ্ছিন্ন মাথা ও মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে বেশ কিছু আলামত জব্দ করা হয়েছে।

পুলিশ প্রথমে মরদেহটি আবু বক্করের স্ত্রীর ভেবেছিল। তবে বাড়ির মালিক রাজু জানান, হত্যার শিকার ওই তরুণীকে তিনি কখনও এ বাড়িতে দেখেননি। নিহত তরুণীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

“মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বক্কর ও তার স্ত্রীকে খোঁজা হচ্ছে,” বলেন পুলিশের এ কর্মকর্তা।