“ঊর্ধতন কর্তৃপক্ষের আদেশ পেলে পুনরায় বেনাপোল থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।”
Published : 28 Jan 2025, 04:39 PM
রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতির কারণে বেনাপোল রেলস্টেশন থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি। এতে ভোগান্তির সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার সকালে বেনাপোল থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি বলে বেনাপোল রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার পারভীন আক্তার জানান।
মঙ্গলবার সকাল ও দুপুরে ট্রেন ছেড়ে যাওয়ার কথা থাকলেও ইঞ্জিন বিহীন বগি পড়ে আছে স্টেশনে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন পাসপোর্ট ও লোকাল যাত্রীরা ।
বেনাপোল রেলস্টেশনে কথা হয় মোহম্মদ মাহাফুজ নামের এক যাত্রীর সঙ্গে। চিকিৎসা নিতে খুলনায় যাওয়ার জন্য ট্রেনে চেপে বসতে এসেছিলেন তিনি।
ট্রেন বন্ধের খবর শুনে ফিরে যাওয়ার সময় তিনি বলেন, “খুলনায় ডাক্তার দেখানোর জন্য ট্রেনে যাওয়ার জন্য এসেছিলাম। ট্রেন বন্ধ থাকায় যাওয়া হল না।
“কিন্তু বাসে অনেক খরচ ও রাস্তা খারাপ। ট্রেন চললে তখন যাব।”
মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন দেওয়া এবং আনুতোষিক সুবিধা দেওয়ার দাবি পূরণ না হওয়ায় সোমবার রাত ১২টার পর থেকে কর্মবিরতি পালন করছে বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতি। এতে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ আছে।
বেনাপোল রেলস্টেশন ঘুরে দেখা গেছে, প্ল্যাটফমের্র পাশে অন্য লাইনে ঢাকাগামী যাত্রীবাহী ট্রেন দাঁড়িয়ে আছে। কোনো ট্রেনের সঙ্গে ইঞ্জিন নেই। স্টেশনে কর্মরত রানিং স্টাফ টিটিই, গার্ড ও ট্রেন চালক কারও দেখাও মেলেনি।
বিভিন্ন স্থানে যাওয়ার জন্য শত শত যাত্রী স্টেশনে এসে ফিরে যাচ্ছেন। বিশেষ করে ভারত ফেরত যাত্রীরা চরম দুর্ভোগের মধ্যে পড়েছে। অনেকে বাধ্য হয়ে বিকল্প পথে গন্তব্যে যাচ্ছেন।
রেলওয়ে স্টেশন থেকে জানানো হচ্ছে, অনিবার্য কারণবশত ট্রেন চলাচল বন্ধ রয়েছে। যেসব যাত্রী ট্রেনের টিকিট অগ্রীম কেটেছেন তাদের টিকিটের টাকা ফেরত দিয়ে দেওয়া হচ্ছে।
ঢাকা যাওয়ার উদ্দেশ্যে স্টেশনে আসা একজন যাত্রী বাবুল আক্তার বলছিলেন, “ব্যবসার কাজে ঢাকা যাবো বলে এসেছিলাম। কিন্তু ট্রেন চলাচল বন্ধ, এ কারণে বাসে করে যেতে হবে। ট্রেনে যেতে পারলে খুব দ্রুত যাওয়া যেত। কাজ শেষ করে বাসে আসতে অনেক ভোগান্তি হবে।”
বেনাপোল রেলস্টেশনের সহকারি স্টেশন মাস্টার পারভীন আক্তার বলেন, “ট্রেনের রানিং স্টাফরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন। কর্মবিরতির কারণে বেনাপোল থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ঊর্ধতন কর্তৃপক্ষের আদেশ পেলে পুনরায় বেনাপোল থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।”