“শরীরের ভারসাম্য হারিয়ে রিয়া নদীতে পড়ে যান। তাকে উদ্ধার করতে পিয়াসিও নদীতে ঝাঁপ দেন।”
Published : 11 Apr 2025, 01:50 PM
খাগড়াছড়ির চেঙ্গী নদীতে শামুক খোঁজার সময় ডুবে গিয়ে দুইজনের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল পৌনে ১১টার দিকে খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়ার নলছড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা।
মারা যাওয়া রিয়া চাকমা (২০) একই এলাকার রূপায়ন চাকমার মেয়ে এবং পিয়াসি চাকমা (১৪) বিদেশী চাকমার মেয়ে। তাদের মধ্যে রিয়া চাকমার শারিরীক প্রতিবন্ধকতা ছিল।
স্থানীয়দের বরাতে ওসি আব্দুল বাতেন বলেন, “সকালে ভাইবোনছড়ার পাশে চেঙ্গী নদীর পাড়ে রিয়া, পিয়াসিসহ পাঁচ বন্ধু শামুক খুঁজতে যান। এসময় শরীরের ভারসাম্য হারিয়ে রিয়া নদীতে পড়ে যান। তাকে উদ্ধার করতে পিয়াসিও নদীতে ঝাঁপ দেন।
“কিন্তু নদীর ওই স্থানটিতে পানির গভীরতা বেশি থাকায় তারা দুজনেই ডুবে যান। এ সময় সঙ্গে থাকা বন্ধুরা খবর দিলে স্থানীয়রা এসে তাদের উদ্ধারের চেষ্টা শুরু করেন।“
ওসি আরও বলেন, পরে নদীতে জাল ফেলে প্রায় একঘণ্টা পর দুইজনের মৃতদেহ উদ্ধার করে স্থানীয়রা।
পরিবারের অভিযোগ না থাকায় তাদের মরদেহ হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি।