কামাল হোসেন চঞ্চল ধানমন্ডি ৭ নম্বর রোডের বাসিন্দা।
Published : 25 Feb 2025, 06:26 PM
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ধানক্ষেতে পাওয়া লাশটি ঢাকার একজন ব্যবসায়ীর বলে জানিয়েছে পুলিশ।
নিহত কামাল হোসেন চঞ্চল (৩০) ধানমন্ডি ৭ নম্বর রোডের বাসিন্দা। তিনি বাসার সামনে মোবাইল সরঞ্জামের ব্যবসার পাশাপাশি একটি সমবায় সমিতি পরিচালনা করতেন।
স্বজনরা জানান, রোববার রাতে বাসার সামনে থেকে তিনি নিখোঁজ হন। সোমবার সকালে চঞ্চলের স্ত্রী কামরুন্নাহার সূচনা ধানমন্ডি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। তার কিছু পরেই রায়গঞ্জ উপজেলার নিঝুরি তালতলা এলাকার একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতের চাচাতো ভাই সরোয়ার ইসলাম বলেন, কী কারণে তাকে হত্যা করা হয়েছে এবং মরদেহ কেন সিরাজগঞ্জের ধানক্ষেতে ফেলে রাখা হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
লাশ পুলিশের কাছ থেকে বুঝে নিয়ে বরিশালে গ্রামের বাড়ি নিয়ে যাওয়া হবে বলেও জানান সরোয়ার ইসলাম।
সিরাজগঞ্জে ধান ক্ষেতে পড়ে ছিল অজ্ঞাত যুবকের লাশ
বরিশালের গৌরনদী উপজেলার নলছিরা ইউনিয়নের পিঙ্গলাকাঠ গ্রামের বেপারী বাড়ির শাহজাহান বেপারী ছেলে কামাল হোসেন চঞ্চল।
রায়গঞ্জ থানার ওসি মো. আসাদুজ্জামান বলেন, প্রযুক্তির মাধ্যমে নিহতের পরিচয় নিশ্চিত হয়ে স্বজনদের সংবাদ দেওয়া হয়।
“ধারণা করা হচ্ছে, গলায় গামছা পেঁচিয়ে কামাল হোসেন চঞ্চলকে হত্যা করা হয়েছে।”
রায়গঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, “ময়নাতদন্ত শেষে আজই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। স্বজনরা হত্যা মামলার প্রস্তুতি নিচ্ছেন।”