ভারতে পাচারের উদ্দেশ্যে সোনার বারগুলো বহন করা হচ্ছিল বলে জানায় বিজিবি।
Published : 21 Nov 2023, 09:55 PM
যশোরের বেনাপোল উপজেলা থেকে প্রায় দুই কোটি টাকার সোনার বারসহ এক যুবককে আটক করা হয়েছে। বিজিবির ভাষ্য, ভারতে পাচারের উদ্দেশ্যে সোনার বারগুলো বহন করা হচ্ছিল।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার পুটখালী মসজিদবাড়ী চেকপোস্ট থেকে তাকে আটক করা হয় বলে খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খুরশীদ আনোয়ার জানান।
আটক আকতারুল ইসলাম (২০) বেনাপোল পোর্ট থানার খলশী গ্রামের আবু বক্করের ছেলে।
লেফটেন্যান্ট কর্নেল খুরশীদ বলেন, চেকপোস্টে নিয়মিত তল্লাশির অংশ হিসেবে বেনাপোল থেকে আসা একটি ইজিবাইকে তল্লাশির সময় চালক আকতারুলের আচরণ সন্দেহজনক হওয়ায় তাকে জিজ্ঞাসবাদ করা হয়।
পরে তার শরীর তল্লাশি করে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১৮টি সোনার বার পাওয়া যায় বলে জানান তিনি। এছাড়া তার ইজিবাইকটি জব্দ করেছে বিজিবি।
জব্দ করা সোনার ওজন ২ দশমিক ০৮০ কেজি; যার বাজার মূল্য এক কোটি ৮৮ লাখ ৩৪ হাজার ৬৮৬ টাকা বলে জানায় বিজিবি।
এ ঘটনায় পোর্ট থানায় মামলা দিয়ে আকতারুলকে পুলিশে সোপর্দ করা হয়েছে বলে জানান লেফটেন্যান্ট কর্নেল খুরশীদ।
এছাড়া জব্দ করা সোনার বারগুলো যশোরের ট্রেজারি শাখায় জমা করা হবে বলে জানান বিজিবির এ কর্মকর্তা।