“নতুন সরকারের কাছে আমাদের দাবি হচ্ছে নারী-পুরুষ যেন সব ক্ষেত্রে সমঅধিকার পায়।”
Published : 11 Aug 2024, 10:59 AM
নারীর অধিকার নিশ্চিত করে আগামীর বাংলাদেশ বিনির্মাণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি জানিয়েছেন ময়মনসিংহ মহানগর মহিলা দলের নেতারা।
রোববার সকালে ময়মনসিংহ নগরীর বাগানবাড়ি এলাকায় পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম উদ্বোধনকালে এ দাবি জানান তারা।
ময়মনসিংহ মহানগর মহিলা দলের সভাপতি খালেদা আতিক বলেন, “ছাত্ররা আমাদেরকে নতুন দেশের স্বপ্ন দেখাচ্ছে, তাই সবাই মিলে দেশটাকে নতুন করে সাজাতে চাই। এরই অংশ হিসেবে আমরা পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছি। আমাদের এ কার্যক্রম ওয়ার্ড পর্যায়েও অব্যাহত থাকবে। ”
তিনি আরও বলেন, “মহিলা দল ঐতিহ্যবাহী একটি বড় সংগঠন। দেশ ও জাতির জন্য এ দলটির অনেক ত্যাগ রয়েছে। দুঃসময়েও দলের পাশে থেকে লড়াই সংগ্রাম করেছি।”
মহিলা দলের সাথে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ বলেন, “নতুন দেশ গঠন এবং বিনির্মাণে বিএনপি ও সহযোগি সংগঠনের নেতারা কাঁধে কাঁধ মিলিয়ে সরকারকে সহযোগিতা করে যাচ্ছে। দেশে শান্তি ফিরিয়ে আনতে সংখ্যালঘু সম্প্রদায়ের মন্দির উপাসনালয়সহ সার্বিক নিরাপত্তায় আমরা কাজ করে চলেছি।
“আমরা চাই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠালাভ করুক। একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হোক।”
মহানগর সহসভাপতি ইফরাত জাহান সেন্ড্রা বলেন, “শিক্ষার্থীরা আমাদের নতুন দেশ উপহার দিয়েছে। সেই দেশ সংস্কারে শিক্ষার্থীদের পাশাপাশি আমরাও মাঠে নেমেছি। তবে নতুন সরকারের কাছে আমাদের দাবি হচ্ছে নারী-পুরুষ যেন সব ক্ষেত্রে সমঅধিকার পায়।”
দলটির মহানগরের সাধারণ সম্পাদক ফারিয়া তাসনিম তিতি বলেন, “ছাত্ররা রোদ বৃষ্টি উপেক্ষা করে রাস্তায় কাজ করছে, তাদের দেখে আমরা আর বসে থাকতে পারলাম না। তাই পরিচ্ছন্নতা কার্যক্রমে নেমেছি।”
এসময় সড়কে শৃঙ্খলার পাশাপাশি শিক্ষার্থীদের সার্বিকভাবে সহযোগিতার কথাও জানান তারা। পরে নারী নেত্রীরা বেশ কয়েকটি এলাকার রাস্তা ঝাড়ু দিয়ে ময়লা পরিষ্কার করেন।