“নিহতের ডান চোয়ালে গভীর ক্ষত আছে; বাম চোয়ালেও জখম আছে।”
Published : 11 Feb 2025, 03:47 PM
গাজীপুরের শ্রীপুরে নিখোঁজের দুইদিন পর এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে মাওনা ইউনিয়নের বেলতলী গ্রামের গভীর গজারি বনে মরদেহটি পাওয়া যায় বলে শ্রীপুর থানার এসআই মো. মাজহারুল ইসলাম জানান।
মৃত ফালান (২৬) ময়মনসিংহ জেলার পাগলা থানার লংগাইর ইউনিয়নের চারবাড়িয়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে।
শ্রীপুরের চন্নাপাড়া গ্রামের মক্কামদিনা এলাকায় বাদল মিয়ার ভাড়া থাকতেন তিনি।
ফালানের চাচাতো ভাই মোজাম্মেল হোসেন বলেন, “রোববার সকালে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয় ফালান। সেদিন সে আর না ফেরায় থানায় সাধারণ ডায়েরি করেন তার স্ত্রী রিনা আক্তার। দুপুরে গজারি বনে ফানালের মরদেহ পড়ে থাকার খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে যায়।”
এসআই মাজহারুল বলেন, “নিহতের ডান চোয়ালে গভীর ক্ষত আছে; বাম চোয়ালেও জখম আছে। আঘাতের চিহ্ন দেখা গেছে গলা ও পিঠেও।”
লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।