নতুন বাজার মোড়ের গার্ডেন সিটি ভবনের ১০ তলায় এ অভিযান চালায় র্যাব।
Published : 17 Mar 2025, 11:51 PM
ময়মনসিংহ নগরীর একটি বহুতল ভবন ঘিরে অভিযান চালিয়ে ‘কয়েকজনকে’ আটক করার তথ্য দিয়েছে পুলিশ।
তবে রোববার মধ্যরাতে র্যাবের এ অভিযানে কারা আটক হয়েছেন, সে বিষয়ে সোমবার রাত পর্যন্ত কোনো তথ্য দেয়নি আইনশৃঙ্খলা বাহিনী।
তবে স্থানীয় একাধিক ব্যক্তি বলেছেন, অভিযানের পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আটক ব্যক্তিদের আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি বা আরসার সদস্য বলে পরিচয় দিয়েছেন।
অভিযানটি চালানো হয় ময়মনসিংহ নগরীর নতুন বাজার মোড়ের গার্ডেন সিটি ভবনের ১০ তলার ‘এ’ ব্লকে।
সেখান থেকে দুজন নারী, দুই শিশু ও দুজন পুরষকে নিয়ে যাওয়ার কথা বলছেন ভবনের বাসিন্দারা।
তবে বিষয়টি নিয়ে অভিযানস্থলে র্যাবের কোনো কর্মকর্তা সংবাদমাধ্যমে কথা বলেননি। তারা এ বিষয়ে কথা বলার জন্য ঢাকায় র্যাব সদর দপ্তরে যোগাযোগ করতে বলেন।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি শফিকুল ইসলাম খান সোমবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রোববার রাতে অভিযান চালিয়ে র্যাব কয়েকজনকে আটক করে ঢাকায় নিয়ে যায়।
“বিষয়টি নিয়ে তখন আমাদের কিছু জানানো হয়নি। এখন ঢাকা থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। হয়ত মামলা হবে। তবে কতজনকে আটক করা হয়েছে বা কী, সেটা আমরা জানি না।”
স্থানীয়রা সংবাদকর্মীদের বলেন, রাত পৌনে ২টার দিকে ভবনটির সামনে অবস্থান নেয় র্যাবের বিপুল সংখ্যক সদস্য। রাত পৌনে ৩টার দিকে তারা ফ্ল্যাটের দরজা ভেঙে আটক ব্যক্তিদের নিয়ে যান।