দুই দিন আগে মুক্তিযোদ্ধা আবদুল হাইকে জুতার মালা পরিয়ে লাঞ্ছিতের ঘটনা ঘটে।
Published : 24 Dec 2024, 06:54 PM
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই কানুকে জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করার ঘটনার জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন করেছেন মুক্তিযোদ্ধারা।
‘চৌদ্দগ্রাম উপজেলার মুক্তিযোদ্ধাবৃন্দ’ ব্যানারে মঙ্গলবার বেলা ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলা সদরের দোয়েল চত্বরের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এতে অর্ধশতাধিক মুক্তিযোদ্ধা অংশ দেন।
কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শৈলপতী নন্দন চৌধুরী বলেন, “যারা স্বাধীনতাকে বিশ্বাস করে, যারা স্বাধীন সার্বভৌমত্বকে বিশ্বাস করে, তারা কখনো এমন কাজ করতে পারে না। যারা এই হামলা করেছেন, তারা স্বাধীনতাবিরোধী অপশক্তি।
“অবিলম্বে হামলাকারীদের বিচারের আওতায় আনতে হবে। একজন বীর মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরানো মানে সব মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরানো। আব্দুল হাই কানু একজন প্রকৃত মুক্তিযোদ্ধা। তার এই অসম্মান, পুরো জাতির জন্য অসম্মান।”
এ ঘটনার দোষীদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনা না হলে আরও বৃহৎ কর্মসূচির হুঁশিয়ারি দেন শৈলপতী নন্দন চৌধুরী।
চৌদ্দগ্রামের সাবেক কমান্ডার প্রমোদ রঞ্জন চক্রবর্তী বলেন, “বিজয়ের মাসে একজন বীর মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরিয়ে কীসের বার্তা দেওয়া হয়েছে? তারা শুধু জুতার মালাই পরায়নি, আবদুল হাই কানুর শরীরে আঘাতও করেছে।
“এই ঘটনার প্রতিবাদে আমরা আজকে মানববন্ধন কর্মসূচি পালন করেছি। যদি দোষীদের বিচারের আওতায় আনা না হয়, তাহলে সামনে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করব। বীর মুক্তিযোদ্ধার গলায় যখন জুতার মালা দেখলাম, তখন থেকেই ভাবছি আমরা আসলে কার জন্য যুদ্ধ করেছিলাম?”
মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারিক, বীর মুক্তিযোদ্ধা শাসছুল হক এবং চৌদ্দগ্রাম উপজেলা মুক্তিযোদ্ধার সন্তান সংসদের সহসভাপতি আব্দুল হালিম চৌধুরী বক্তব্য দেন।
মানববন্ধনে চৌদ্দগ্রাম পৌরসভার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী জামাল উদ্দিন, বাতিসা ইউনিয়নের সাবেক কমান্ডার নিজামুল হক মজুমদার, সাবেক ডেপুটি কমান্ডার আমির হোসেন মজুমদার, উজিরপুর ইউনিয়নের সাবেক কমান্ডার জমির উদ্দিন, কালিকাপুর ইউনিয়ন সাবেক কমান্ডার ফারুক হোসেন, বাতিসা ইউনিয়নের সাবেক কমান্ডার ইদ্রিস ভূঁইয়া, আলকরা ইউনিয়নের সাবেক কমান্ডার পেয়ার আহমেদ এবং শুভপুর ইউনিয়নের সাবেক ডেপুটি কমান্ডার গাজী নূর হোসেন উপস্থিত ছিলেন।
রোববার দুপুরে চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই ওরফে কানুর (৭৮) গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করা হয়। উপজেলার বাতিসা ইউনিয়নের কুলিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
পরে রাতে এ ঘটনার একটি ভিডিও ফেইসবুকে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়।
মুক্তিযোদ্ধাকে লাঞ্ছনা: ২ সমর্থককে বহিষ্কার করল জামায়াত
মুক্তিযোদ্ধাকে লাঞ্ছনার প্রতিবাদে চৌদ্দগ্রামে বিএনপির বিক্ষোভ,
কুমিল্লার সেই মুক্তিযোদ্ধার পরিবার 'আতঙ্কে' এলাকাছাড়া, গ্রেপ্তার নেই
কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধাকে জুতার মালা পরিয়ে হেনস্তা