সোমবার বেলা ৩টার দিকে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের জামছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
Published : 07 Nov 2022, 11:57 PM
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে এক বাংলাদেশি আহত হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
সোমবার বেলা ৩টার দিকে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের জামছড়ি এলাকার সীমান্তে এ ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানান।
নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান নুরুল আফসার জানান, আহত সোনালী (৬২) নামের এই পুরুষ নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
স্থানীয়দের বরাতে নুরুল আফসার বলেন, মাইন বিস্ফোরণ ঘটেছে মিয়ানমারের অভ্যন্তরে। স্থানীয়রা ধারণা করছেন আহত সোনালী গরু আনতে গিয়ে সীমান্তে মাইন বিস্ফোরণের শিকার হন।
“স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেছে। তবে তিনি আশঙ্কামুক্ত বলে জেনেছি।”
নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় পুঁতে রাখা মাইন বিস্ফোরণে বাংলাদেশের বেশ কয়েকটি হতাহতের ঘটনা ঘটেছে। সীমান্ত এলাকায় জ্বালানি কাঠ সংগ্রহ ও গরু আনতে গিয়ে স্থানীয় বাংলাদেশিরা মাইন বিস্ফোরণের শিকার হন।
এ বিষয়ে জানতে নাইক্ষ্যংছড়ি থানার ওসি টান্টু সাহাকে ফোন করা হলে তিনি রিসিভ করেননি।