ঝিনাইদহ সীমান্তে ১০ সোনার বারসহ যুবক আটক

আটক যুবককে সোনা পাচারকারী বলছে বিজিবি।

ঝিনাইদহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Feb 2023, 03:17 PM
Updated : 23 Feb 2023, 03:17 PM

ঝিনাইদহ জেলার সীমান্ত এলাকা থেকে ১০টি সোনার বারসহ এক যুবককে আটক করা হয়েছে। যাকে পাচারকারী বলছে বিজিবি।

বৃহস্পতিবার সন্ধ্যার দিকে জেলার মহেশপুর উপজেলার যাদবপুর সীমান্ত এলাকা থেকে সোনাসহ ওই যুবককে আটক করা হয় বলে বিজিবির ঝিনাইদহের খালিশপুর ৫৮ ব্যাটলিয়নের পরিচালক লেফটেনেন্ট কর্নেল মাসুদ পারভেজ রানা জানান।

আটক আব্দুল হাদি (৩৬) যশোরের শার্শা উপজেলা শালকোণা গ্রামের শামসুর রহমানের ছেলে।

সোনার চালানটি ভারতে পাচার হচ্ছিল জানিয়ে লেফটেনেন্ট কর্নেল মাসুদ পারভেজ বলেন, গোপন সংবাদে বিজিবির টহল জোরদার করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যার আগে ভ্যানে করে এক ব্যক্তিকে সীমান্তের দিকে যেতে দেখে বিজিবি টহল দলের সন্দেহ হয়। যাদবপুর কলেজের কাছে ভ্যান থামিয়ে ভ্যানযাত্রী আব্দুল হাদিকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১০টি সোনার বার পাওয়া যায়।

বিজিবির পক্ষ থেকে মামলা দিয়ে আসামিকে মহেশপুর থানায় হস্তান্তরের পাশাপাশি জব্দ বারগুলো ঝিনাইদহ ট্রেজারিতে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান বিজিবি কর্মকর্তা মাসুদ পারভেজ রানা।