নীলফামারীতে ৪ কৃষকের ধান কেটে দিল কৃষকলীগ

জেলা কৃষকলীগ সভাপতির দাবি, ধান কাটা কর্মসূচি নীলফামারীর সব উপজেলা ও ইউনিয়নে চলমান আছে।

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 May 2023, 05:58 PM
Updated : 20 May 2023, 05:58 PM

নীলফামারীতে ‘চার কৃষকের আট বিঘা জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছেন’ জেলা কৃষকলীগের নেতা-কর্মীরা।

শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত সদর উপজেলার পলাশবাড়ি ইউনিয়নের হরতকিতলা ও ইটাখোলা ইউনিয়নের কানিয়ালখাতা গাবেরতল গ্রামের এসব কৃষকের ধান কেটে দেন তারা।

ধান কাটায় নেতৃত্ব দেন জেলা কৃষকলীগের সভাপতি ইয়াহিয়া আবিদ।

কর্মসূচিতে অংশ নেন সংগঠনটির জেলার যুগ্ম সাধারণ সম্পাদক মৃণাল কান্তি রায়, পৌর কৃষকলীগের সভাপতি ফজলার রহমান, জলঢাকা উপজেলা কৃষকলীগের সভাপতি রুহাদ ফারুক, নীলফামারী পৌরসভার সংরক্ষিত নারী কাউন্সিলর রত্না রায় ও ইটাখোলা ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলামসহ ৩০ নেতা-কর্মী।

জেলা কৃষকলীগের সভাপতি ইয়াহিয়া আবিদ বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা এবং বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির আহ্বানে জেলার অসহায় আট কৃষকের ধান কেটে ঘরে পৌঁছে দেওয়া হয়েছে। এ কর্মসূচি জেলার সব উপজেলা ও ইউনিয়নে চলমান আছে বলেও দাবি তার।