ওসি ফরিদুল বলেন, ঘটনার পর ট্রাকের চালক ও তার সহকারী পালিয়ে গেছেন।
Published : 12 Mar 2025, 06:53 PM
বগুড়ায় দুপচাঁচিয়া উপজেলায় ট্রাকের ধাক্কায় ভ্যানযাত্রী মা-মেয়ে নিহত হয়েছেন। এ সময় উত্তেজিত জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়।
বুধবার দুপুরে উপজেলার বেড়াগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে বলে দুপচাঁচিয়া থানার ওসি ফরিদুল ইসলাম জানান।
নিহতরা হলেন- কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের ছাতুয়াপাড়া গ্রামের আবু বকর সিদ্দিকের স্ত্রী রোকসানা পারভীন (২৫) এবং তাদের তিন বছর বয়সী মেয়ে রাহিয়া৷
পরিবারের বরাতে পুলিশ জানায়, রোকসানা মেয়েকে নিয়ে জিয়ানগরের জলংগি গ্রামে বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে তারা ভ্যানে করে কাহালুর বাড়িতে ফিরছিলেন। বেড়াগ্রামে একটি ট্রাক পেছন থেকে ভ্যানটিকে ধাক্কা দেয়।
এতে মায়ের কোল থেকে ছিটকে রাস্তায় পড়ে সঙ্গে সঙ্গেই রাহিয়া মারা যান। রোকসানা পারভীনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি ফরিদুল বলেন, ঘটনার পর ট্রাকের চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।