জিজ্ঞাসাবাদের জন্য তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছে বলে পুলিশ জানায়।
Published : 15 Apr 2023, 09:04 PM
টাঙ্গাইলের মির্জাপুরে দুটো বিদেশি পিস্তল, চারটি গুলি ও বেশি কিছু ধারালো অস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার ভোরে উপজেলার মহেড়া ইউনিয়নের স্বল্পমহেড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার ও অস্ত্রগুলো উদ্ধার করা হয় বলে জানান টাঙ্গাইলের জেষ্ঠ্য সহকারী পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) এসএম মুনসুর মুসা।
গ্রেপ্তার ৫০ বছর বয়সী মো. আরজু মিয়া ওই গ্রামের প্রয়াত মজিবুর রহমান মধু মিয়ার ছেলে।
এসএম মুনসুর মুসা জানান, গোপন সংবাদে আরজু মিয়াকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যে দুটো বিদেশি পিস্তল, চারটি গুলি ও বেশ কয়েকটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। আরজুর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
মুনসুর মুসা আরও জানান, আরজু দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্রের কারবার করে আসছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে স্বীকার করেন।
“আরও জিজ্ঞাসাবাদের জন্য তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।”