সোমবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয় বলে পুলিশ জানায়।
Published : 05 Dec 2022, 07:30 PM
সাতক্ষীরার শ্যামনগরে মুন্ডা পরিবারের ওপর হামলার মামলায় স্থানীয় এক আওয়ামী লীগ নেতার স্ত্রী গ্রেপ্তার হয়েছেন।
রোববার গভীর রাতে উপজেলার উত্তর কদমতলা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে শ্যামনগর থানার ওসি মো. নুরুল ইসলাম বাদল জানান।
গ্রেপ্তার বেবী পারভীন (৩৬) উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ গাজীর স্ত্রী।
সোমবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয় বলে ওসি বাদল জানান।
তিনি আরও জানান, মামলায় অবৈধভাবে জমি দখলে বাধা দেওয়ায় হামলার শিকার হওয়ার অভিযোগ আনেন অসিত কুমার মুন্ডা।
বেবী পারভীন ছাড়াও তার স্বামী আব্দুর রশিদ, দুই ছেলে রাজা ও খলিফাসহ পাঁচজনকে আসামি করা হয়েছে।
অসিত কুমার জানান, মুন্ডাদের প্রায় ১৬ শতাংশ জমির দখল নিয়ে গত শনিবার রাতে আব্দুর রশিদের পরিবারের সদস্যরা মুন্ডা পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। এ সময় বেবীর হামলায় নারীরাও আহত হন।
আহত বৃদ্ধা মা, স্ত্রী ও পরিবারের সদস্য অসিতকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে দাবি অসিত কুমারের।
অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে ওসি নুরুল ইসলাম বাদল জানান।
আরও পড়ুন: