গোপন খবরে পুলিশের একটি দল অভিযান চালিয়ে সন্দেহজনক ঘরটি ঘিরে ফেলে।
Published : 07 Apr 2024, 10:22 PM
কক্সবাজারের উখিয়ায় আশ্রয় শিবির থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ রোহিঙ্গা এক সন্ত্রাসীকে গ্রেপ্তারের খবর জানিয়েছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন-এপিবিএন।
১৪ এপিবিএনের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক মো. ইকবাল জানান, রোববার ভোরে উপজেলার লম্বাশিয়া ১-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-১৫ ব্লক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ৪২ বছর বয়সী আব্দুর শুক্কুর ওই এলাকার গোলাম মোস্তফার ছেলে।
এডিআইজি ইকবাল বলেন, “ ১-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-১৫ ব্লকে এক ব্যক্তির বসতঘরে কয়েকজন অপরাধ সংঘটনের উদ্দেশ্যে অস্ত্রসহ অবস্থান করার খবর পায় এপিবিএন পুলিশ।
“পরে পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে সন্দেহজনক ঘরটি ঘিরে ফেলে। এ সময় এপিবিএনের সদস্যদের উপস্থিতি টের পেয়ে ২/৩ জন ব্যক্তি দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। পরে ধাওয়া দিয়ে শুক্কুরকে গ্রেপ্তার করা হলেও বাকিরা পালিয়ে যায়।“
এরপর তার শরীরে তল্লাশি করে দেশীয় একটি বন্দুক ও দুটি গুলি উদ্ধার করা হয় বলে জানান ইকবাল।
এপিবিএনের এ কর্মকর্তা বলেন, শুক্কুরের বিরুদ্ধে অস্ত্র ও অপহরণসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা করা হয়েছে।