তিনি ইট-বালুর ব্যবসা করতেন।
Published : 22 Mar 2025, 07:54 PM
ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় প্রকাশ্যে এক ব্যবসায়ীকে কোপানোর পর গুলি করে হত্যা করা হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার গোলাম বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মাজহারুল ইসলাম।
নিহত মো. জোবায়ের হোসেন (৩৭) ওই এলাকার মজিদ পাড়ার মীর হাবিবুর রহমানের ছেলে। তিনি গোলাম বাজার এলাকায় ইট-বালুর ব্যবসা করতেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে জোবায়ের ইট-বালুর ব্যবসার গদিতে বসেছিলেন। এ সময় কয়েকজন লোক দেশি অস্ত্র নিয়ে তার ওপর হামলা করলে তিনি পালানোর চেষ্টা করেন। তবে হামলাকারীরা পেছন পেছন দৌড়ে তাকে কোপাতে থাকেন।
এক পর্যায়ে তিনি একটি চায়ের দোকানে ঢুকে প্রাণ বাঁচানোর আকুতি জানালেও হামলাকারীরা সেখান থেকে তাকে টেনেহিঁচড়ে বাইরে নিয়ে প্রথমে কুপিয়ে এবং পরে গুলি করে মৃত্যু নিশ্চিত করে হাত বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান।
এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। হামলাকারীদের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেন না।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকার স্যার সলিমুল্লাহ্ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
ওসি মাজহারুল ইসলাম বলেন, এ ঘটনায় নিহতের পরিবার পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। এ ছাড়া হামলাকারীদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।