কেরানীগঞ্জের প্রপেলারে চলছে নৌযান
দেশে তৈরি হচ্ছে নৌযানের উন্নত মানের প্রপেলার, যে পাখা ছোট-বড় ইঞ্জিনচালিত সব বাহন চালাতেই দরকার হয়। ঢাকার কেরানীগঞ্জের চরকালীগঞ্জ এলাকায় গড়ে উঠেছে জাহাজ কিংবা সব নৌযানের উপযোগী প্রপেলার তৈরির কয়েকটি কারখানা। এগুলোতে ৩ কেজি থেকে ২ টন ওজনের প্রপেলার বানানো হয়। আকার অনুযায়ী পিতলের তৈরি প্রপেলার বিক্রি হয় ১১০০ থেকে ১৫০০ টাকা কেজি।