আগানগর আলম মার্কেটের ছয়তলায় একটি বোরকার দোকানে আগুন লাগলে ফায়ার সার্ভিস তা নিয়ন্ত্রণে আনে।
Published : 15 Nov 2023, 10:12 AM
রাজধানীর কেরানীগঞ্জে একটি মার্কেটে আগুন লেগে পুড়ে গেছে একটি পোশাকের দোকান।
বুধবার সকাল পৌনে ৯টার দিকে আগানগর আলম মার্কেটের ছয়তলার ওই দোকানে আগুন লাগার পর ফায়ার সার্ভিস আধা ঘণ্টায় তা নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এরশাদ হোসাইন বলেন, ভবনটির সবার উপরের তলায় আগুন লাগে। খবর পেয়ে কেরানীগঞ্জ ও সদর ঘাট ফায়ার স্টেশনের তিনটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ওই দোকানে বোরকা বিক্রি করা হত জানিয়ে এরশাদ বলেন, এ ঘটনায় কেউ হতাহত হননি।
আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।