“আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আবার লঞ্চ চলাচল শুরু হয়।”
Published : 16 Sep 2024, 03:38 PM
বৈরী আবহাওয়ার কারণে ৪৬ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল আবার শুরু হয়েছে।
সোমবার সকাল ৯টা থেকে লঞ্চ চলাচল শুরু হয় বলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ-বিআইডব্লিউটিএ দৌলতদিয়া লঞ্চঘাটের ট্রাফিক সুপারভাইজার মো. শিমুল জানিয়েছেন।
এর আগে বৈরী আবহাওয়ার কারণে শনিবার বেলা ১১টা থেকে এই নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিএ কর্মকর্তা শিমুল বলেন, “বৈরী আবহাওয়ার কারণে পদ্মা নদী উত্তাল হয়ে ওঠায় দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল।
“সোমবার সকালে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আবার লঞ্চ চলাচল শুরু হয়।”
একই কথা জানিয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) পাটুরিয়া লঞ্চঘাটের সুপারভাইজার পান্না লাল নন্দী বলেন, পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে মোট ১৭টি লঞ্চ দিয়ে যাত্রী পারাপার করা হচ্ছে।