এবার ৫৯টি বিভাগ ও ছয়টি ইনস্টিটিউটে আসন সংখ্যা রয়েছে চার হাজার ৩২৩টি।
Published : 12 Apr 2025, 08:29 PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘বি’ (বাণিজ্য অনুষদ) ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে ২০২৪-২৫ স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। এ বছরই প্রথম একযোগে পাঁচটি বিভাগীয় শহরে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পাঁচটি বিভাগীয় শহরে একযোগে পরীক্ষাটি অনুষ্ঠিত হয় বলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য (প্রশাসন) মাঈন উদ্দিন জানান।
এছাড়াও আগামী ১৯ ও ২৬ এপ্রিল যথাক্রমে অনুষ্ঠিত হবে ‘এ’ এবং ‘সি’ ইউনিটের পরীক্ষা।
এ বছর রাজশাহীসহ পাঁচটি বিভাগীয় শহরে ‘এ’ ‘বি’ ও ‘সি’ ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে প্রায় দুই লাখ ৩৮ হাজার ভর্তিচ্ছু অংশ নিচ্ছেন।
এদের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৭২ হাজার ৩৫ জন; ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৮২ হাজার ৭৪১ জন; জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১০ হাজার জন; রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ সন্নিহিত অন্য দুটো ভেন্যুতে ৩৫ হাজার ৬৩০ জন; খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২৩ হাজার ১৮ জন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১৩ হাজার ৯৯১ জন পরীক্ষার্থী রয়েছেন।
এবার ৫৯টি বিভাগ ও ছয়টি ইনস্টিটিউটে আসন সংখ্যা রয়েছে চার হাজার ৩২৩টি।
প্রথম দিনের পরীক্ষায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গিয়ে দেখা যায়, প্রশাসনের পক্ষ থেকে ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুরো ক্যাম্পাসজুড়ে ছিল পুলিশ ও স্বেচ্ছাসেবকদের উপস্থিতি। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
এছাড়াও প্রশাসনের পক্ষ থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তায় ছয়টি হেল্পডেস্ক স্থাপন করা হয়েছিল, যেখানে তারা প্রয়োজনীয় তথ্য ও সহায়তা পেয়েছে।
অভিভাবকদের জন্য ছিল আলাদা ছাউনির ব্যবস্থা এবং সুপেয় পানির ব্যবস্থা। পাশাপাশি, ক্যাম্পাসে ভ্রাম্যমাণ টয়লেটের ব্যবস্থাও ছিল, যা অভিভাবক ও শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে সহায়ক ছিল।
এবারের পরীক্ষা বহুকেন্দ্রিক হওয়ায় নেই আগের মত চাপ। ফলে স্বস্তি প্রকাশ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।
রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসা ভর্তি পরীক্ষার্থী জুনাইদ আলম অর্ণব বলেন, “পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। প্রশ্ন মোটামুটি ভালোই ছিল এবং পরীক্ষাও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এবার পাঁচটি বিভাগীয় শহরে পরীক্ষা হওয়ায় ক্যাম্পাসে ভিড়ও কম এবং যাদের চট্টগ্রাম, ঢাকার মত দূর-দূরান্ত থেকে আসতে হত তাদেরও এবার সুবিধা হয়েছে। প্রশাসনের এই ব্যতিক্রমী উদ্যোগকে আমি সাধুবাদ জানাচ্ছি।”
এক শিক্ষার্থীর অভিভাবক মো. নুর আলম বলেন, “আগে ভর্তি পরীক্ষার সময় ক্যাম্পাসে অনেক ভিড় হত, নিরাপত্তা ও সময়মত পৌঁছানো নিয়েও দুশ্চিন্তা থাকত। কিন্তু এবার পাঁচটি বিভাগীয় শহরে পরীক্ষা নেওয়ার ফলে চাপ অনেকটাই কমেছে। রাজশাহীতেও পরিবেশ ছিল শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল। আমি মনে করি, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও চালু রাখা উচিত।”
সার্বিক বিষয়ে উপ উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মাঈন উদ্দিন বলেন, “এবারের বহুকেন্দ্রিক পরীক্ষা নেওয়াটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জের বিষয় ছিল। তবে আমরা অনেক স্বস্তির সাথেই পরীক্ষাটি নিতে পেরেছি। আমরা অনেক খুশি যে এবারে শিক্ষার্থী ও অভিভাবকদের কোনো ভোগান্তি পোহাতে হয়নি। রাজশাহীসহ অন্যান্য কেন্দ্রে পরীক্ষা নিতে কোনো সমস্যা হয়নি।”