পুলিশ জানায়, দুই বন্ধু মোটরসাইকেলে করে বাড়ির পাশের এলাকায় খেজুরের রস পান করতে যাচ্ছিল।
Published : 04 Dec 2024, 06:12 PM
গাজীপুরের শ্রীপুর উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক স্কুলছাত্রের প্রাণ গেছে।
বুধবার সকালে উপজেলার টেংরা-জৈনা বাজার আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল জানান।
নিহত ১৬ বছর বয়সী সাব্বির হোসেন শ্রীপুর উপজেলার বেকাসাহারা এলাকার মো. সোহেল মিয়ার ছেলে এবং স্থানীয় নওয়াব আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিল।
নিহতের স্বজনদের বরাতে ওসি জয়নাল বলেন, “সাব্বির ও তার বন্ধু আদিল একটি মোটরসাইকেলে করে বাড়ির পাশের এলাকায় খেজুরের রস পান করতে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তাদের মোটরসাইকেলের মখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাব্বিরের মৃত্যু হয়।”
পরে আদিলকে আহত অবস্থায় উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসকের পরামর্শে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
তিনি বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।