মালামাল পরিবহনে ব্যবহৃত একাধিক ট্রাক ও পিকআপ জব্দ করেছে বিজিবি।
Published : 26 Apr 2025, 02:42 PM
সিলেটে সীমান্তবর্তী এলাকা থেকে প্রায় ছয় কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।
শনিবার সকালে জেলার বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয় বলে বিজিবি-৪৮ সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক জানান।
বিজিবি জানায়, অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় লেহেঙ্গা, স্কিন সাইন ক্রিম, স্কিন ব্রাইট ক্রিম, রূপ জি ক্রিম, জিলেট ব্লেড, চিনি, ফিয়ামা সাবান, পন্ডস ব্রাইট বিউটি ফেসওয়াশ, কিটক্যাট চকলেট, ফুচকা, শুঁটকি ও পান জব্দ করা হয়েছে।
এ ছাড়া মালামাল পরিবহনে ব্যবহৃত কয়েকটি ট্রাক ও পিকআপ জব্দ করেছে বিজিবি।
লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক বলেন, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ করা হয়; যার আনুমানিক মূল্য ছয় কোটি টাকা বলে জানান তিনি।
এ ঘটনায় বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।