নদীর তিন কিলোমিটার এলাকাজুড়ে দুই দিনব্যাপী এ অভিযান চলবে বলে জানায় বিআইডব্লিউটিএ।
Published : 26 Jun 2024, 06:08 PM
মুন্সীগঞ্জ সদর উপজেলায় ধলেশ্বরী নদীর তীরে অবৈধভাবে নির্মাণ করা ৫০টি স্থাপনা উচ্ছেদ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ-বিআইডব্লিউটিএ।
বুধবার সকালে উপজেলার হাটলক্ষীগঞ্জে এ উচ্ছেদ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএর নির্বাহী হাকিম রফিকুল হক।
তিনি বলেন, ধলেশ্বরীর তীরে গড়ে ওঠা ১৫৩টি অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয়েছে। অভিযানের প্রথম দিনে অর্ধশত স্থাপন উচ্ছেদ করা হয়।
বিআইডব্লিউটিএ জানায়, এক শ্রেণির অসাধু এলাকাটিতে দীর্ঘদিন ধরে আধাপাকা এবং টিন ও কাঠ দিয়ে স্থাপনা গড়ে তোলে। অবৈধ এসব স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
স্থাপনা মালিকদের মধ্যে কারও কারও দাবি, আদালতের নিষেধাজ্ঞা অমান্য এবং নোটিস ছাড়াই বিআইডব্লিউটিএ উচ্ছেদ চালিয়েছে। তবে অবৈধ স্থাপনা উচ্ছেদ করায় খুশি সাধারণ মানুষ।
উচ্ছেদে নেতৃত্ব দেওয়া রফিকুল হক বলেন, “নদী রক্ষায় বিধি মোতাবেক তীর দখলমুক্ত করা হচ্ছে। নদী তীরের তিন কিলোমিটার এলাকাজুড়ে দুই দিনব্যাপী এই অভিযান চলবে।”