কাশিমপুর কারাগারে বন্দি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

নেত্রকোণার দুর্গাপুর থানার একটি হত্যা মামলায় সাজাপ্রাপ্ত ছিলেন আব্দুল খালেক।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Dec 2022, 01:16 PM
Updated : 6 Dec 2022, 01:16 PM

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দি হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদি মারা গেছেন।

মঙ্গলবার কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন।

কয়েদি আব্দুল খালেক (৯২) নেত্রকোণা জেলার দুর্গাপুর থানার মৌ গ্রামের মৃত উমেদ আলীর ছেলে।

সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা জানান, দুর্গাপুর থানার একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছিলেন আব্দুল খালেক। তিনি ২০১৫ সালের ১৭ মে থেকে এ কারাগারে বন্দি ছিলেন এবং অ্যাজমাসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

সোমবার মধ্যরাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কয়েদিকে প্রথমে কারা হাসপাতালে পাঠানো হয়। সেখানে অবস্থার উন্নতি না হলে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান সিনিয়র জেলা সুপার।