পরে আর মারামারি করবে না বলে দুপক্ষই মুচলেকা দিয়েছে বলে ইউএনও জানান।
Published : 27 Jan 2025, 07:23 PM
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় শতাধিক সরকারি জলমহালের ইজারার সিডিউল কেনা নিয়ে বিএনপির দুপক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
পরে ইউএনও, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
উল্লাপাড়ার ইউএনও আবু সালেহ মোহাম্মদ হাসনাত বলেন, “বিএনপির দুই পক্ষের গোলযোগ দ্রুত নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। পরে সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতিতে উভয় পক্ষের নেতাদের নিয়ে বৈঠক করেছি। উভয় পক্ষ বিষয়টি নিয়ে পরে আর কোনো গোলযোগ ও মারামারি করবে না বলে মুচলেকা দিয়েছে।”
তিনি বলেন, “আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত সিডিউল জমা নেওয়া হবে। বিধি মোতাবেক এ কার্যক্রম সমাপ্ত হবে।”
এর আগে সংঘর্ষে আহতদের মধ্যে মেহেদী হাসান (২৪), জাকিরুল ইসলাম (২৫), সেরাজুল ইসলাম (২৮), আশরাফুল ইসলাম (৩৫), সায়েম (১৯), জিন্নাহ (৪৭) ও বাকিরুল ইসলামের (৩৫) পরিচয় পাওয়া গেছে।
এ ঘটনার জন্য উভয় পক্ষ একে অপরকে দায়ী করছেন।
প্রত্যক্ষদর্শীরা বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা বিএনপির সদস্যসচিব আজাদ হোসেন এবং যুগ্ম আহ্বায়ক হেলাল সরকারের নেতৃত্বে উভয় পক্ষের নেতাকর্মীরা উপজেলা পরিষদে শতাধিক সরকারি জলমহাল ইজারার সিডিউল ক্রয় করতে আসেন। এ সময় তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়। এরপর তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। যা উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে ঝিকিড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত ছড়িয়ে পড়ে।
এ সময় পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ ছাড়া তিনটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এতে অন্তত সাতজন আহত হন।
খবর পেয়ে ইউএনও, পুলিশ ও সেনা সদস্যদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।