২০২৩ সালের ১৮ অগাস্ট ৭০০ গ্রাম হেরোইনসহ তাদের আটক করে র্যাব।
Published : 28 Aug 2024, 04:35 PM
নওগাঁয় পত্নীতলা উপজেলায় মাদক মামলায় দুই ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
বুধবার দুপুরে নওগাঁর জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) আব্দুল খালেক।
দণ্ড পাওয়ারা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার চরবাগাডাঙ্গা গ্রামের মনতাজ আলীর ছেলে লিটন মিয়া এবং একই গ্রামের আলাউদ্দিনের ছেলে ইউসুফ আলী।
পিপি আব্দুল খালেক জানান, ২০২৩ সালের ১৮ অগাস্ট লিটন ও ইউসুফ ট্রাকে লুকিয়ে পত্নীতলা উপজেলার সরাইডাঙ্গা এলাকা দিয়ে মাদক পাচার করছিলেন।
গোপন খবর পেয়ে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা ট্রাকটি আটক করে তল্লাশি চালিয়ে ৭০০ গ্রাম হেরোইনসহ তাদের আটক করেন।
এ ঘটনায় র্যাব পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করে বলে জানান পিপি।
সাক্ষ্যগ্রহণ শেষে দুই আসামিকে মৃত্যুদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয় বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল খালেক। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন তিনি।
আসামিপক্ষের আইনজীবী কৌশিক কুমার দাস জানান, রায়ে আসামিরা ন্যায্য বিচার পাননি। রায়ে বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন তিনি।