নির্বাচনে সমিতির ৪৬০ ভোটারের মধ্যে ৪৩০ জন ভোট দিয়েছেন।
Published : 27 Feb 2025, 11:55 PM
কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামীপন্থি ১০ ও বিএনপি-জামায়তপন্থি সাতজন জয়ী হয়েছেন।
তাদের মধ্যে সভাপতি হারুনুর রশিদ আওয়ামী লীগপন্থি ও সাধারণ সম্পাদক এসএম শাতিল মাহমুদ বিএনপিপন্থি আইনজীবী।
বুধবার সকাল সাড়ে ৯টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে।
পরে রাত ১০টার দিকে কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির ২০২৫-২৬ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশন চেয়ারম্যান কেএম আব্দুর রউফ ফল ঘোষণা করেন।
নির্বাচন কমিশনের সদস্য হিসেবে ছিলেন আইনজীবী মোস্তফা সামসুজ্জামান ও আল মুজাহিদ হোসেন মিঠু।
সভাপতি পদে ১৪৭ ভোট পেয়ে দ্বিতীয়বারের মত নির্বাচিত হন আইনজীবী হারুনুর রশিদ।
সাধারণ সম্পাদক পদে ১৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এসএম শাতিল মাহমুদ।
জ্যেষ্ঠ সহ-সভাপতি পদে আওয়ামী সমর্থক মো. ফারুক আজম মৃধা ১৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
সহ-সভাপতি পদে ১৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিএনপিপন্থি মাহমুদুল হক চঞ্চল; যুগ্ম সাধারণ সম্পাদক পদে ১৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আওয়ামীপন্থি নাজমুন নাহার।
কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগপন্থি আবুল হাশিম।
গ্রন্থগার সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগপন্থি মোছা. সুলতানা বেগম (মমো)।
সাংস্কৃতিক সম্পাদক পদে আওয়ামী লীগপন্থি মকলেছুর রহমান পিন্টু।
দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জামায়াতপন্থি মো. ওয়ালীউল বারী।
চারটি জ্যেষ্ঠ সদস্য পদের মধ্যে দুজন আওয়ামী লীগপন্থি ও দুজন বিএনপি-জামায়াতপন্থি আইনজীবী।
চারটি সাধারণ সদস্য পদের মধ্যেও দুটি আওয়ামী লীগপন্থি ও দুটি বিএনপি-জামায়াতপন্থি।
নির্বাচন কমিশন থেকে জানা যায়, এবারের নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ১৭টি পদের জন্য ৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এতে সমিতির ৪৬০ জন ভোটারের মধ্যে ৪৩০ জন ভোটার ভোট দেন।