“বর্তমানে কৃষক আলু বিক্রি করছেন ১০ টাকা কেজি দরে। অথচ হিমাগারে আলুর ভাড়া নির্ধারণ করেছে আট টাকা। এটা কৃষকের উপর এক প্রকার জুলুম।”
Published : 13 Feb 2025, 07:01 PM
হিমাগারে আলু সংরক্ষণে ভাড়া বাড়ানোর প্রতিবাদে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় পাঁচ দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন আলু চাষি ও ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার বেলা ১১টায় বীরগঞ্জ থানার সামনে দিনাজপুর-ঠাকুরগাঁও সড়কে আলু ফেলে বিক্ষোভ সমাবেশ করে আলু চাষি ও আলু ব্যবসায়ী সমিতি।
প্রায় এক ঘণ্টা পর বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে এলাহী ঘটনাস্থলে গিয়ে কৃষকদের দাবি শুনে সমাধানের আশ্বাস দিলে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেয় এবং কর্মসূচি এক সপ্তাহের জন্য স্থগিত করেন।
আলু চাষি ও আলু ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল মালেকের অভিযোগ, গত বছর হিমাগার কর্তৃপক্ষ প্রতি কেজি আলুর ভাড়া পাঁচ টাকা নিয়েছে। এবার তারা অযৌক্তিকভাবে তিন টাকা বাড়িয়ে আট টাকা করেছেন। অথচ এ সময়ে বিদ্যুৎ এবং ডিজেলের দাম বাড়েনি।
তিনি বলেন, “বর্তমানে বাজারে কৃষক আলু বিক্রি করছেন ১০ টাকা কেজি দরে। অথচ হিমাগারে আলুর ভাড়া নির্ধারণ করেছে আট টাকা। এটা কৃষকের উপর এক প্রকার জুলুম।”
ভাড়া না কমালে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন এই আলু ব্যবসায়ী।
বীরগঞ্জের ইউএনও ফজলে এলাহী সাংবাদিকদের বলেন, কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন যে দাম বাড়িয়েছে, তা অন্যায্য। বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়েছে। জেলা প্রশাসক বিষয়টি প্রধান উপদেষ্টার সঙ্গে কনফারেন্সে উপস্থাপন করবেন।
জাতীয়ভাবে চেষ্টার পাশাপাশি বিষয়টি স্থানীয়ভাবেও সমাধানের চেষ্টা করা হবে বলে জানান তিনি।
এর আগে ৮ ফেব্রুয়ারি ঢাকার পুরানা পল্টনে এক সংবাদ সম্মেলনে চলতি মৌসুমে প্রতি কেজি আলুর ভাড়া আট টাকা নির্ধারণের কথা জানিয়েছে হিমাগার মালিকদের সংগঠন বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন।
সংগঠনটির সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু বলেন, “২০২৫ সালে খরচ বিবেচনায় নিয়ে কেজি প্রতি ভাড়া ৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এই ৮ টাকা কেজি প্রতি ভাড়া নির্ধারণের যৌক্তিকতা যাচাই করার জন্য বাণিজ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় ও ট্যারিফ কমিশনের প্রতি আহ্বান জানাচ্ছি।”