মিছিলে গুলি হওয়ার অভিযোগ করে স্বরাষ্ট্র উপদেষ্টার উদ্দেশ্যে ক্ষোভ দেখান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ।
Published : 07 Feb 2025, 03:05 PM
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলীর বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুদ্ধ ছাত্র-জনতা।
এসময় ছাত্র-জনতার মিছিলে গুলিবর্ষণ করা হয়েছে বলেও অভিযোগ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।
বৃহস্পতিবার রাত ২টার দিকে হাতিয়া পৌরসভার চর কৈলাশ এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান হাতিয়া থানার ওসি আজমল হুদা।
ওসি বলেন, বিক্ষুদ্ধ ছাত্র-জনতা সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলীর দুটি বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ করে এবং ঘাটে ছয়টি স্পিডবোট ও চারটি ট্রলারে অগ্নিসংযোগ করে। এ সময় দুই পক্ষের সংঘর্ষে তিনজন আহত হয়েছে।
তাদের মধ্যে একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়ছে। বাকি দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এর আগে, রাত ১১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিসহ বিক্ষুদ্ধ ছাত্র-জনতা হাতিয়া উপজেলা সদর ওছখালীতে জড়ো হয়। সেখান থেকে মিছিল নিয়ে তারা মোহাম্মদ আলীর বাড়ির দিকে অগ্রসর হলে বাড়ির সামনে আলীর সমর্থকদের সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনা ঘটে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের অভিযোগ, ছাত্র-জনতার মিছিলে মোহাম্মদ আলীর বাড়ি থেকে তার লোকজন গুলিবর্ষণ করেছে।
অন্যদিকে মোহাম্মদ আলীর অনুসারীদের অভিযোগ, হাতিয়ার ওছখালীর দক্ষিণ ও উত্তর দিকে মোহাম্মদ আলীর দুটি বাড়িতে দফায় দফায় হামলা-অগ্নিসংযোগ করার চেষ্টা করে একদল লোক।
ধাওয়া-পাল্টা ধাওয়ার এক পর্যায়ে রাত ২টার দিকে দুটি বাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগ করে তারা। পরে আফাজিয়া ঘাটে মোহাম্মদ আলীর স্পিডবোট ও ট্রলারও আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়।
ছাত্র জনতাকে লক্ষ্য করে গুলির অভিযোগ সম্পর্কে ওসি আজমল বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের এমন অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
গত বছরের ১০ আগস্ট রাত ৩টার দিকে হাতিয়ার ওছখালীর বাড়ি থেকে মোহাম্মদ আলী, তার স্ত্রী সাবেক সংসদ সদস্য আয়েশা ফেরদাউস ও তাদের বড় ছেলে উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক আলী অমিকে হেফাজতে নেয় নৌবাহিনী।
এরপর থেকে তারা তিনজন কারাগারে আছেন।
এদিকে রাতে হাতিয়ায় মোহাম্মদ আলীর বাসা থেকে গুলি হয়েছে অভিযোগ করে স্বরাষ্ট্র উপদেষ্টার উদ্দেশ্যে ক্ষোভ দেখান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ।
হান্নান মাসুদের গ্রামের বাড়ি হাতিয়ায়। তিনি সেখান থেকে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন।
মধ্যরাতে মাসুদ তার ভেরিফায়েড ফেইসবুক প্রোফাইলে লেখেন, “আমার জন্মভূমি হাতিয়ায় সাবেক এমপি জলদস্যু মোহাম্মদ আলীর বাসা থেকে ছাত্রদের উপর গুলিবর্ষণ করা হয়েছে। প্রশাসন আছে, কিন্তু সন্ত্রাসীদের হাতে অস্ত্রও আছে। আমার ভাইদের উপর সন্ত্রাসীরা গুলি চালিয়েছে, আমি যাচ্ছি। হয় জন্মভূমি, নয় মৃত্যু।”
পরে রাতেই তার লোকজন রাজধানীর মিন্টো রোডে স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবন ঘেরাও করতে যান। রাত ৩টার দিকে জড়ো হওয়া লোকজনের সঙ্গে কথা বলতে আসেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
তিনি বলেন, “আমি খবর পাওয়ার সাথে সাথেই আমাদের আইজিপি ও আইন-শৃঙ্খলার দায়িত্বে যারা আছেন তাদের অবগত করেছি। আপনারা দেখেছেন প্রথম তিন-চারমাসের চেয়ে পুলিশ যথেষ্ট অ্যাক্টিভ হয়েছে। কেউ যদি এখন মিছিল করে তাকে অ্যারেস্ট করার ব্যাপারে…।
“হামলা করার মতো ঘটনা যারা ঘটিয়েছে তাদের অ্যারেস্ট করার ব্যাপারে আগামীকালকের (শুক্রবার) মধ্যেই তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং আইন-শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা গ্রহণ করবে এই নিশ্চয়তা আমি আপনাদের দিতে চাই।”
পরে বৃহস্পতিবার রাতেই ধানমণ্ডিতে মোহাম্মদ আলীর বাসভবনে অভিযান চালায় পুলিশ।