পরীক্ষাকেন্দ্রের বাহিরে অবস্থান নেওয়া অভিভাবকদেরকেও পানি-স্যালাইন দেওয়া হয় বলে জানান তিনি।
Published : 15 Apr 2025, 02:35 PM
গ্রীষ্মের তীব্র গরম থেকে কিছুটা স্বস্তি দিতে লক্ষ্মীপুরে পাঁচ শতাধিক এসএসসি পরীক্ষার্থীর মধ্যে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পরীক্ষার্থীদের মধ্যে এসব পানি ও স্যালাইন বিতরণ করা হয়।
পরীক্ষার্থীদের জন্য এ আয়োজনের উদ্যোগ নেন লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাসিবুর রহমান অভি।
তিনি বলেন, লক্ষ্মীপুরে প্রচণ্ড গরম পড়ছে। এতে এসএসসি পরীক্ষার্থীরা অতিষ্ট হয়ে পড়ছে। তাদেরকে কিছুটা হলেও প্রশান্তি দেওয়ার পানি ও স্যালাইন বিতরণ করা হয়েছে।
এছাড়া পরীক্ষাকেন্দ্রের বাহিরে অবস্থান নেওয়া অভিভাবকদেরকেও পানি-স্যালাইন দেওয়া হয় বলে জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বাহাদুর হোসেন নোবেল, ইমতিয়াজ আহমেদ বাবু, ছাত্রদল নেতা মতিউর আরিফ ও রবিউল আওয়াল চৌধুরী।