৩০ জানুয়ারি সন্ধ্যায় ওই গৃহবধূ গোপালগঞ্জের মুকসুদপুর থেকে ফুফুর বাড়ি ভাঙ্গায় যাওয়ার পথে ঘটনাটি ঘটে বলে জানায় পুলিশ।
Published : 13 Feb 2025, 08:21 PM
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় এক গৃহবধূকে তুলে নিয়ে রাতভর দলবেঁধে ধর্ষণের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘটনার ১৩ দিন পর বুধবার ওই গৃহবধূ থানায় পাঁচজনের বিরুদ্ধে ধর্ষণের মামলা করলে রাতেই বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয় বলে জানান ভাঙ্গা থানার ওসি মো. মোকছেদুর রহমান।
বৃহস্পতিবার গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ছাড়া ওই গৃহবধূর স্বাস্থ্য পরীক্ষার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
কারাগারে যাওয়ারা হলেন- উপজেলার আলগী ইউনিয়নের আউড়াকান্দা গ্রামের সাইদুল মাতুব্বর, একই গ্রামের ফরিদ মাতুব্বর, সাদ্দাম মাতুব্বর এবং পার্শ্ববর্তী নগরকান্দা উপজেলার ঝাটুকদিয়া গ্রামের নাসির খাঁন।
মামলা থেকে জানা গেছে, ৩০ জানুয়ারি সন্ধ্যায় ওই গৃহবধূ (২৫) তার গ্রামের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা থেকে ইজিবাইকে করে ফুফুর বাড়ি ভাঙ্গা উপজেলায় যাচ্ছিলেন। পথে উপজেলার আউড়াকান্দা বাসস্ট্যান্ডে নামার সঙ্গে সঙ্গে পাঁচ যুবক তাকে জোর করে রাস্তার পাশে সরিষা ক্ষেতে নিয়ে যায়।
“সেখানে ওই গৃহবধূকে রাতভর পালাক্রমে ধর্ষণ করেন তারা। ভোরে তাকে অচেতন অবস্থায় ফেলে রেখে তারা পালিয়ে যান। সকালে জ্ঞান ফিরলে ওই গৃহবধূ অসুস্থ অবস্থায় স্বামীর বাড়ি মাদারীপুরের শিবচর উপজেলায় যান।
পরে ১ ফেব্রুয়ারি ওই গৃহবধূ ভাঙ্গা উপজেলার একটি গ্রামে ফুফুর বাড়িতে গিয়ে তাকে ঘটনার বিস্তারিত বলেন। পরে ঘটনাটি স্বামীকেও খুলে বলেন ওই গৃহবধূ।
ভাঙ্গা থানার ওসি মোকছেদুর রহমান বলেন, বুধবার দুপুরে ভাঙ্গা থানায় পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী। রাতেই বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। আরেকজনকে গ্রেপ্তারে অভিযান চলছে।