এ নিয়ে ৪০তম ব্যাচের ৩২১ এসআইকে অব্যাহতি দিল কর্তৃপক্ষ।
Published : 01 Jan 2025, 11:49 PM
নির্দেশনা না মেনে প্রশিক্ষণ মাঠে উচ্চ স্বরে হইচই করার অভিযোগে রাজশাহীর চারঘাটের সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত আট এসআইকে এবার অব্যাহতি দিয়েছে কর্তৃপক্ষ।
কারণ দর্শানোর নোটিশের (শোকজ) চার দিনের মাথায় বুধবার সন্ধ্যায় আটজনের হাতে অব্যাহতিপত্র তুলে দেওয়া হয়। তাদেরকে একাডেমি ছেড়ে চলে যেতে বলা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (এইচআরএম) আবু নাসির খালেদ রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শৃঙ্খলাজনিত কারণে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে। এটার সম্পূর্ণ এখতিয়ার সারদা একাডেমির অধ্যক্ষের। পাসিং আউটের সময়ও অব্যাহতি দেওয়ার ক্ষমতা রয়েছে, কেননা তাদের চাকরি স্থায়ী হয়নি।”
এর আগে রোববার তাদের কারণ দর্শানোর নোটিশ দিয়ে তিন কার্যদিবসের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছিল। ব্যাখ্যায় সন্তুষ্ট না হওয়ায় তাদের অব্যাহতি দেওয়া হয়েছে।
তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, ২৭ ডিসেম্বর বৈকালিক কার্যক্রমে নিয়মিত সাপ্তাহিক গেইম প্যারেড ছিল। গেইম প্যারেড শুরুর আগে কোম্পানিভিত্তিক প্রশিক্ষণার্থীদের ফল-ইন করানোর জন্য কোম্পানির সিএএসআই থাকেন। তিনি নির্দেশনা দেওয়ার সঙ্গে সঙ্গে উচ্চ স্বরে হইচই করতে থাকেন এবং উসকানিমূলক কথাবার্তায় অন্যান্য ক্যাডেট উত্তেজিত হয়ে হইচই করেন।
৪০তম ক্যাডেট এসআই ব্যাচে প্রশিক্ষণের জন্য মোট ৮২৩ জন ছিলেন। এর আগে মাঠে ও ক্লাসে বিশৃঙ্খলার অভিযোগ তুলে তিন ধাপে ৩১৩ এসআইকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।
সর্বশেষ আরও আটজনকে অব্যাহতি দেওয়া হল। এ নিয়ে ৩২১ জন এসআইকে অব্যাহতি দিল কর্তৃপক্ষ।
পুরনো খবর
সারদায় ৪০তম ব্যাচের এএসপি-এসআই ক্যাডেটদের কুচকাওয়াজ স্থগিত