ডিবির ওসি জুয়েল আহমেদ বলেন, “আমি শুনেছি, মামলার আলামত বাবুর ফেলে দেওয়া মোবাইলগুলো উদ্ধারের জন্য তাকে ঝিনাইদহ আনা হয়েছে।”
Published : 25 Jun 2024, 08:40 PM
সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ বাবু ওরফে ‘গ্যাস বাবু’কে ঝিনাইদহ জেলা কারাগারে স্থানান্তর করা হয়েছে।
মঙ্গলবার বিকাল ৪টার দিকে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক বাবুকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে নিয়ে আসা হয়।
ঝিনাইদহ কারাগারের জেলার মহিউদ্দিন আহমেদ বলেন, “আদালতের নির্দেশে তাকে ঝিনাইদহ কারাগারে স্থানান্তর করা হয়েছে।”
গাজীপুর মহানগর পুলিশের একটি প্রিজন ভ্যানে বাবুকে কঠোর নিরাপত্তার মধ্যে নিয়ে আসা হয়। এর আগে ঝিনাইদহ জেলা শহরের বিভিন্ন স্থানে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়।
ঝিনাইদহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি জুয়েল আহমেদ বলেন, “আমি শুনেছি, মামলার আলামত বাবুর ফেলে দেওয়া মোবাইলগুলো উদ্ধারের জন্য তাকে ঝিনাইদহ আনা হয়েছে।”
বুধবার ‘গ্যাস বাবু’কে নিয়ে তার ফেলে দেওয়া মোবাইলসহ আলামত উদ্ধার অভিযান হতে পারে বলে জেলা পুলিশের একজন কর্মকর্তা জানিয়েছে।
গত ১১ মে চিকিৎসার জন্য ভারতে গিয়ে নিখোঁজ হন সংসদ সদস্য আনার। তার বন্ধু স্বর্ণ ব্যবসায়ী গোপাল বিশ্বাস কলকাতায় জিডি করার পর দুই দেশে তদন্ত শুরু হয়।
এরপর ২২ মে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ঢাকায় এক সংবাদ সম্মেলনে বলেন, এমপি আনারকে কলকাতার এক বাড়িতে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
নিহত আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন শেরে বাংলা নগর থানায় হত্যার উদ্দেশ্যে অপহরণের মামলা করেন।
পরে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের নেতা বাবুকেও গ্রেপ্তার করে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য তাকে তিনদিনের রিমান্ডে পাঠায় আদালত। পরে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
আরও পড়ুন:
আনার হত্যা: বাবুকে ফের রিমান্ডের আবেদনে আদালতের 'না'
আনার হত্যা: আওয়ামী লীগ নেতা বাবুর 'স্বীকারোক্তিমূলক' জবানবন্দি
আনার হত্যা: বাবুসহ চারজনের মোবাইলের ফরেনসিক পরীক্ষার নির্দেশ