টেকনাফে ‘বিদেশি বিয়ার ও মদ’ জব্দ, যুবক আটক

জব্দ ‘বিদেশি বিয়ার ও মদ’ মিয়ানমার থেকে এসেছে বলে কোস্ট গার্ড জানিয়েছে।

টেকনাফ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 March 2023, 01:56 PM
Updated : 14 March 2023, 01:56 PM

কক্সবাজারের টেকনাফ উপজেলায় ৫৬৪ ক্যান ‘বিদেশি বিয়ার’ ও ৩৩ বোতল ‘বিদেশি মদসহ’ একজনকে আটক করেছে কোস্ট গার্ড।

মঙ্গলবার সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন কোস্ট গার্ড পূর্ব জোনের কমান্ডার ও মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এস এম তাহসিন রহমান।

আটক মুজিবুর রহমান (২৫) খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার ময়ূরখিল গুচ্ছ গ্রামের বাসিন্দা।

তাহসিন রহমান জানান, মঙ্গলবার ভোর রাতে গোপন সংবাদ পেয়ে শাহপরীর দ্বীপ সাবরাং সংলগ্ন নাফ নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড। অভিযান চলাকালীন শাহপরীর দ্বীপের ৯ নম্বর ওয়ার্ড বাজারপাড়ার রাস্তা দিয়ে কয়েকজনকে কাঁধে করে বস্তা নিয়ে আসতে দেখা যায়।

“গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যরা তাদের থামার সংকেত দেয়। এতে তারা বস্তাগুলো ফেলে দিয়ে পালানোর চেষ্টা করলে কোস্ট গার্ড সদস্যরা ধাওয়া করে একজনকে আটক করে।”

তাদের ফেলে যাওয়া বস্তাগুলো থেকে ৫৬৪ ক্যান বিদেশি বিয়ার ও ৩৩ বোতল মদ জব্দ করা হয় বলে তাহসিন জানান। 

আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দ বিয়ার ও মদসহ মুজিবুর রহমানকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর হয়েছে বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।