ভুক্তভোগীদের পৌর কিচেন মার্কেটে দোকান বরাদ্দ দিয়ে পুনর্বাসন করা হয়েছে।
Published : 29 Nov 2024, 09:22 PM
গোপালগঞ্জের কোটালীপাড়া পৌর এলাকার রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা কাঁচা বাজারসহ দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। পরে ভুক্তভোগীদের পৌর কিচেন মার্কেটে দোকান বরাদ্দ দিয়ে পুনর্বাসন করা হয়।
বৃহস্পতিবার বিকাল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত পৌর এলাকার ঘাঘর বাজার ও পশ্চিমপাড় এলাকায় চলা উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক শাহীনুর আক্তার।
উচ্ছেদ হওয়াদের মধ্যে ছিল কাঁচামাল, হকারদের বিভিন্ন সামগ্রী, ফল ও খাবারের টং দোকান। পথচারী ও ক্রেতাসাধারণ এ অভিযানের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
পৌর এলাকার বাসিন্দা সিঙ্গাপুর প্রবাসী আল-আমিন খান বলেন, ঘাঘর বাজার অতি প্রাচীন ও প্রতিষ্ঠিত বাজার। দিনদিন এই বাজারের ফুটপাত, ড্রেন ও সড়কের জায়গা দখল করে বিভিন্ন দোকান গড়ে ওঠায় ভোগান্তি পোহাতে হত। এসব স্থাপনা উচ্ছেদ হওয়ায় ক্রেতা সাধারণ খুব খুশি। এখন থেকে নিরাপদ ও নির্বিঘ্নে কেনাকাটা করতে পারবেন তারা।
কোটালীপাড়া পৌর নির্বাহী কর্মকর্তা পিযূষ বিশ্বাস বলেন, ঘাঘর বাজার ও পশ্চিমপাড় এলাকায় অবৈধভাবে রাস্তা ও ফুটপাত দখল করে কাঁচা বাজারসহ নানা স্থাপনা নির্মাণ করা হয়। বারবার এসব স্থাপনা সরানোর জন্য নির্দেশ দেওয়া হলেও, তা মানেনি দখলদাররা।
বৃহস্পতিবার ইউএনও ও পৌর প্রশাসকের নেতৃত্বে অভিযান চালিয়ে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে বলে জানান তিনি।
ইউএনও শাহীনুর আক্তার বলেন, গোপালগঞ্জ জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামানের নির্দেশে ঘাঘর বাজারসহ উপজেলা সদর যানজটমুক্ত ও পথচারীদের দুর্ভোগ রোধে ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্ত হয়।
“তবে আমরা শুধু উচ্ছেদই করিনি বরং ক্ষুদ্র ব্যবসায়ীরা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য পৌর কিচেন মার্কেটের নির্ধারিত স্থানে তারদেকে পুনর্বাসন করা হয়েছে”, বলেন তিনি।
পৌরসভার সব বাজার ও সড়ক যানজটমুক্ত এবং পরিচ্ছন্ন শহর গড়তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ইউএনও।