চুয়াডাঙ্গায় ক্ষতিকর খাদ্যপণ্য বিক্রি: ১০ দিন বন্ধ থাকবে দুই দোকান

এ ছাড়া প্রতিষ্ঠান দুটির মালিকদের ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

চুয়াডাঙ্গা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Jan 2023, 04:28 PM
Updated : 30 Jan 2023, 04:28 PM

মেয়াদহীন ক্ষতিকর রং মেশানো নিম্নমানের শিশুখাদ্য বিক্রির অপরাধে জেলার আলমডাঙ্গার দুটি ব্যবসা প্রতিষ্ঠান ১০ দিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। এ ছাড়া প্রতিষ্ঠান দুটির মালিকদের ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার দুপুরে এ অভিযান চালানো হয় বলে চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মোহা. সজল আহম্মেদ জানান।

মেসার্স মোল্লা স্টোরের মালিক জামিরুল ইসলাম এবং মেসার্স জহির স্টোরের মালিক জহুরুল ইসলাম।

সজল আহম্মেদ জানান, দুটি দোকান থেকে মেয়াদহীন, রং মেশানো ও নকল পণ্য বিক্রি হচ্ছিল।

পণ্য বিক্রির বিষয়ে তাদের আগেও সতর্ক করা হয়েছিল।

সোমবার দুপুরে দোকান দুটিতে অভিযানে অন্তত ৮-১০ বস্তা নকল ও মানহীন শিশুখাদ্য পাওয়া যায়। পরে এসব খাদ্যপণ্য জনসন্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

সজল আহম্মেদ আরও জানান, দোকান দুটিকে ১০ দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া ছাড়াও মেসার্স মোল্লা স্টোরের মালিককে ২০ হাজার টাকা এবং মেসার্স জহির স্টোরের মালিক জহুরুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমনা করা হয়েছে।