“বিয়ের পর থেকেই রোজিনাকে তার স্বামী লিটন নির্যাতন করতো। লিটন আরেকটা বিয়েও করেছে।”
Published : 09 Feb 2024, 04:10 PM
রাজবাড়ীর পাংশা উপজেলায় একটি বাঁশ বাগান থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয়দের কাছে খবর পেয়ে উপজেলার পাট্টা ইউনিয়নের উত্তর পাট্টা গ্রাম থেকে শুক্রবার সকালে রোজিনা আক্তারের লাশ উদ্ধার করা হয় বলে পাংশা মডেল থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান।
রোজিনা ওই গ্রামের প্রবাসী লিটন শেখের স্ত্রী।
রোজিনার পরিবারের ধারণা, লিটনই লোক লাগিয়ে তাদের মেয়েকে হত্যা করেছে।
উত্তর পাট্টা গ্রামের সাদ্দাম বলেন, “বৃহস্পতিবার রাত ১২টার পর থেকে রোজিনা নিখোঁজ ছিল। তাকে খুঁজতে তার বাড়ির লোকজন রাতে আমাদের বাড়ি আসে। ভোর ৪টার পর্যন্ত খোঁজাখুঁজি করে না পেয়ে তারা চলে যায়।
“সকালে খবর পাই যে, বাঁশ বাগানে তার লাশ পড়ে আছে।”
নিহতের চাচি আলেয়া বেগম বলেন, বিয়ের পর থেকেই রোজিনাকে তার স্বামী লিটন নির্যাতন করতো। লিটন আরেকটা বিয়েও করেছে। এ কথা জানার পরও রোজিনা তাকে ছেড়ে যেতে রাজি ছিল না।
“আমরা তাকে অনেকবার নিয়ে যেতে চেয়েছি। কিন্তু সে বলত, খারাপ হলেও তো লিটন আমার স্বামী, আমি অন্য কোথাও বিয়ে করব না। কিন্তু লিটন ওকে রাখতে চাইত না। লিটনই লোক দিয়ে আমাদের মেয়ের হত্যা করেছে বলে ধারণা করছি।”
ওসি স্বপন বলেন, রোজিনাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করছেন তারা। তবে কেন তাকে হত্যা করা হয়েছে, সেটা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।